এইচ এস সি আইসিটি ২য় অধ্যায় :কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়াকিং
ভিডিও ক্লাস: অধ্যায়-০২ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়াকিং MCQ Part-4
দ্বিতীয় অধ্যায়
➤ দ্বিতীয় অধ্যায় কুইজ-২
➤ দ্বিতীয় অধ্যায় কুইজ-৩
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। ডেটা স্থানাস্তরের একক কোনটি ?
(ক) ব্যান্ড মিটার (খ)ব্যান্ডউইথ
(গ) ডেটা ট্রান্সমিশন (ঘ) ডেটা কানেকশন
উত্তর: খ
২। গ্রুপ SMS হলো--
(ক) ইউনিকাস্ট (খ) মাল্টিকাস্ট
(গ) ব্রডকাস্ট (ঘ) টেলিকাস্ট
উত্তর: খ
৩। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব ?
(ক) হাব (খ) সুইচ
(গ) রিপিটার (ঘ) রাউটার
উত্তর: ঘ
৪। বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মধ্যে তথ্য আদান -প্রদানের
প্রক্রিয়াকে কী বলে ?
(ক) ব্যান্ডউইথ (খ) ডেটা ট্রান্সমিটার
(গ) কমিউনিকেশন (ঘ) ডেটা ট্রান্সমিশন মোড
উত্তর: গ
৫। কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আদান-প্রদান করা হয়--
(ক) তথ্য (খ) বিট
(গ) রেকড (ঘ) ফাইল
উত্তর: ক
৬। কমিউনিকেশনকে কার্যকর করার জন্য কোনটি ব্যবহার করা হয় ?
(ক) কমিউনিকেশনের রুপান্তর (খ) ডেটার ধারণান পরিবর্তন
(গ) ডেটা কমিউনিকেশন (ঘ) কমিউনিকেশন হার
উত্তর: গ
৭। ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি ?
(ক) ৫টি (খ) ৭টি
(গ) ৪টি (ঘ) ৩টি
উত্তর: ক
৮। ইলেকট্রিনিক ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে নিচের কোনটি
ব্যবহার করা হয় ?
(ক) ট্রান্সডিউসার (খ) ট্রান্সপোর্টার
(গ) এক্সচেঞ্জ (ঘ) অডিট
উত্তর: ক
৯। ডেটা কমিউনেকেশনের মিডিয়াম বা মাধ্যম হিসেবে নিচের
কোনটি ব্যবহার করা হয় ?
(ক) রাউটার (খ) মডেম
(গ) টেলিফোন (ঘ) মাইক্রোওয়েভ
উত্তর: গ
১০ ।কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার ?
(ক) ক্যামেরা (খ) মডেম
(গ) টেলিফোন (ঘ) মাইক্রোওয়েভ
উত্তর: খ
১১। নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের উৎস ?
(ক) টেলিফোন লাইন (খ) ক্যাবল
(গ) রাউটার (ঘ) কম্পিউটার
উত্তর: ঘ
১২। ইন্টারনেটের স্পিড বা গতি কিসের উপর নির্ভর করে ?
(ক) রাউটার (খ) মডেম
(গ) ব্যান্ডউইথ (ঘ) কম্পিউটার
উত্তর: গ
১৩। এক বাইটে কত বিট হয় ?
(ক) ১৬বিট (খ) ৪বিট
(গ) ১বিট (ঘ) ৮বিট
উত্তর: ঘ
১৪। Mbps এর পূর্ণনাম কী ?
(ক) Megabit per second (খ) Megabit per section
(গ) Megabit per security (ঘ) Megabit per second
উত্তর: ঘ
১৫। ইমেইলের ব্যান্ডউইথ কত ?
(ক) 0.3 mbps (খ) 0.7 mbps
(গ) 0.5 mbps (ঘ) 1 mbps
উত্তর: গ
১৬। স্ট্রিমিং ভিডিওর ব্যান্ডউইথ কত ?
(ক) 0.5 Mbps (খ) 0.2 Mbps
(গ) 1Mbps (ঘ) 2.9 Mbps
উত্তর: ক
১৭। স্ট্রিমিং মুভির ব্যান্ডউইথ কত ?
(ক) 1.9 Gbps (খ) 1.2 Gbps
(গ) 1.5 Mbps (ঘ) 1.8 Mbps
উত্তর: গ
১৮। ব্লক বা ফ্রেম ব্লকের সাথে সমন্বয় করে কোন ট্রান্সমিশন
পদ্ধতি ব্যবহার করা হয় ?
(ক) সিনক্রোনাস (খ) অ্যাসিনক্রোনাস
(গ) মাল্টিকাস্ট (ঘ) আইসোক্রোনাস
উত্তর: ক
১৯। ডেটা টান্সমিশন মোডকে কয়ভাগে ভাগ করা হয় ?
(ক) ৩ (খ) ৫
(গ) ২ (ঘ) ৪
উত্তর: ক
২০। একই সময় একদিকে ডেটা প্রেরণের মোডকে কী বলে ?
(ক) সিমপ্লেক্স (খ) হাফ-ডুপ্লেক্স
(গ) ফুল ডুপ্লেক্স (ঘ) ইউনিকাস্ট
উত্তর: ক
২১। সিমপ্লেক্স মোডের উদাহরণ নিচের কোনটি ?
(ক) মোবাইল ফোন (খ) ওয়েব ব্রাউজার
(গ) পেজার (ঘ) ওয়াকিটকি
উত্তর: গ
২২। একই সময় উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে কী বলে ?
(ক) ফুল ডুপ্লেক্স (খ) সিমপ্লেক্স
(গ) হাফ-ডুপ্লেক্স (ঘ) ইউনিকেস্ট
উত্তর: ক
২৩। একটি ডিভাইস ডেটা পাঠালে অন্যটিকে অপেক্ষা করতে হয়
কোন মোডে ?
(ক) সিমপ্লেকাস (খ) হাফ-ডুপ্লেক্স
(গ) ফুল ডুপ্লেক্স (ঘ) ইউনিকান্ট
উত্তর: খ
২৪। নিচের কোনটি ব্রডকাস্ট মোডের উদাহরণ ?
(ক) মোবাইল (খ) টেলিফোন
(গ) খেলনা (ঘ) রেডিও
উত্তর: ঘ
২৫। ডেটা প্রেরণে তারযুক্ত বা তারবিহীন যে সংযোগ প্রদান করা হয়
তাকে কী বলা হয় ?
(ক) কোড (খ) কেবল
(গ) ডিশ চ্যানেল (ঘ) ফাইবার
উত্তর: গ
(ক) ব্যান্ড মিটার (খ)ব্যান্ডউইথ
(গ) ডেটা ট্রান্সমিশন (ঘ) ডেটা কানেকশন
উত্তর: খ
২। গ্রুপ SMS হলো--
(ক) ইউনিকাস্ট (খ) মাল্টিকাস্ট
(গ) ব্রডকাস্ট (ঘ) টেলিকাস্ট
উত্তর: খ
৩। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব ?
(ক) হাব (খ) সুইচ
(গ) রিপিটার (ঘ) রাউটার
উত্তর: ঘ
৪। বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মধ্যে তথ্য আদান -প্রদানের
প্রক্রিয়াকে কী বলে ?
(ক) ব্যান্ডউইথ (খ) ডেটা ট্রান্সমিটার
(গ) কমিউনিকেশন (ঘ) ডেটা ট্রান্সমিশন মোড
উত্তর: গ
৫। কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আদান-প্রদান করা হয়--
(ক) তথ্য (খ) বিট
(গ) রেকড (ঘ) ফাইল
উত্তর: ক
৬। কমিউনিকেশনকে কার্যকর করার জন্য কোনটি ব্যবহার করা হয় ?
(ক) কমিউনিকেশনের রুপান্তর (খ) ডেটার ধারণান পরিবর্তন
(গ) ডেটা কমিউনিকেশন (ঘ) কমিউনিকেশন হার
উত্তর: গ
৭। ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি ?
(ক) ৫টি (খ) ৭টি
(গ) ৪টি (ঘ) ৩টি
উত্তর: ক
৮। ইলেকট্রিনিক ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে নিচের কোনটি
ব্যবহার করা হয় ?
(ক) ট্রান্সডিউসার (খ) ট্রান্সপোর্টার
(গ) এক্সচেঞ্জ (ঘ) অডিট
উত্তর: ক
৯। ডেটা কমিউনেকেশনের মিডিয়াম বা মাধ্যম হিসেবে নিচের
কোনটি ব্যবহার করা হয় ?
(ক) রাউটার (খ) মডেম
(গ) টেলিফোন (ঘ) মাইক্রোওয়েভ
উত্তর: গ
১০ ।কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার ?
(ক) ক্যামেরা (খ) মডেম
(গ) টেলিফোন (ঘ) মাইক্রোওয়েভ
উত্তর: খ
১১। নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের উৎস ?
(ক) টেলিফোন লাইন (খ) ক্যাবল
(গ) রাউটার (ঘ) কম্পিউটার
উত্তর: ঘ
১২। ইন্টারনেটের স্পিড বা গতি কিসের উপর নির্ভর করে ?
(ক) রাউটার (খ) মডেম
(গ) ব্যান্ডউইথ (ঘ) কম্পিউটার
উত্তর: গ
১৩। এক বাইটে কত বিট হয় ?
(ক) ১৬বিট (খ) ৪বিট
(গ) ১বিট (ঘ) ৮বিট
উত্তর: ঘ
১৪। Mbps এর পূর্ণনাম কী ?
(ক) Megabit per second (খ) Megabit per section
(গ) Megabit per security (ঘ) Megabit per second
উত্তর: ঘ
১৫। ইমেইলের ব্যান্ডউইথ কত ?
(ক) 0.3 mbps (খ) 0.7 mbps
(গ) 0.5 mbps (ঘ) 1 mbps
উত্তর: গ
১৬। স্ট্রিমিং ভিডিওর ব্যান্ডউইথ কত ?
(ক) 0.5 Mbps (খ) 0.2 Mbps
(গ) 1Mbps (ঘ) 2.9 Mbps
উত্তর: ক
১৭। স্ট্রিমিং মুভির ব্যান্ডউইথ কত ?
(ক) 1.9 Gbps (খ) 1.2 Gbps
(গ) 1.5 Mbps (ঘ) 1.8 Mbps
উত্তর: গ
১৮। ব্লক বা ফ্রেম ব্লকের সাথে সমন্বয় করে কোন ট্রান্সমিশন
পদ্ধতি ব্যবহার করা হয় ?
(ক) সিনক্রোনাস (খ) অ্যাসিনক্রোনাস
(গ) মাল্টিকাস্ট (ঘ) আইসোক্রোনাস
উত্তর: ক
১৯। ডেটা টান্সমিশন মোডকে কয়ভাগে ভাগ করা হয় ?
(ক) ৩ (খ) ৫
(গ) ২ (ঘ) ৪
উত্তর: ক
২০। একই সময় একদিকে ডেটা প্রেরণের মোডকে কী বলে ?
(ক) সিমপ্লেক্স (খ) হাফ-ডুপ্লেক্স
(গ) ফুল ডুপ্লেক্স (ঘ) ইউনিকাস্ট
উত্তর: ক
২১। সিমপ্লেক্স মোডের উদাহরণ নিচের কোনটি ?
(ক) মোবাইল ফোন (খ) ওয়েব ব্রাউজার
(গ) পেজার (ঘ) ওয়াকিটকি
উত্তর: গ
২২। একই সময় উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে কী বলে ?
(ক) ফুল ডুপ্লেক্স (খ) সিমপ্লেক্স
(গ) হাফ-ডুপ্লেক্স (ঘ) ইউনিকেস্ট
উত্তর: ক
২৩। একটি ডিভাইস ডেটা পাঠালে অন্যটিকে অপেক্ষা করতে হয়
কোন মোডে ?
(ক) সিমপ্লেকাস (খ) হাফ-ডুপ্লেক্স
(গ) ফুল ডুপ্লেক্স (ঘ) ইউনিকান্ট
উত্তর: খ
২৪। নিচের কোনটি ব্রডকাস্ট মোডের উদাহরণ ?
(ক) মোবাইল (খ) টেলিফোন
(গ) খেলনা (ঘ) রেডিও
উত্তর: ঘ
২৫। ডেটা প্রেরণে তারযুক্ত বা তারবিহীন যে সংযোগ প্রদান করা হয়
তাকে কী বলা হয় ?
(ক) কোড (খ) কেবল
(গ) ডিশ চ্যানেল (ঘ) ফাইবার
উত্তর: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url