এসএসসি আইসিটি ২য় অধ্যায়: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
২য় অধ্যায় ➤ প্রথম অধ্যায় কুইজ-2
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় ?
(ক) লিনাক্স (খ) ইউনিক্স (গ) উইন্ডোজ (ঘ) ডস
উত্তর: গ
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন:
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
২। বিশ্বের বেশির ভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় ?
(ক) অ্যানড্রয়েড (খ) উইন্ডোজ (গ) ম্যাকওএস (ঘ) লিনাক্স
উত্তর: খ
আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস
৩। আইসিটি যন্ত্র ব্যবহারের জন্য প্রয়োজন হয়-
i. অপারেটিং সিস্টেম
ii. বিভিন্ন ধরণের সফটওয়্যার
iii. ম্যালওয়্যার
নিচের কোনটি সঠিক ?
(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
উত্তর: ক
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
৪। ক্যাশ মেমোরি পরিষ্কার করতে কে সাহায্য করে ?
(ক) হার্ডওয়্যার (খ) হার্ড ডিস্ক (গ) সফটওয়্যার (ঘ) এন্টিভাইরাস
উত্তর: গ
৫। ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা হয়-
i. কুকিজ
ii.ই-ফাইল
iii.টেম্পোরারি ফাইল
নিচের কোনটি সঠিক ?
(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
উত্তর: গ
৬। কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ ?
(ক) সফটওয়্যার (খ) হার্ডওয়্যার
(গ) উইন্ডোজ (ঘ) ম্যালওয়্যার
উত্তর: ঘ
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় -১ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সাজেশন
- অধ্যায় -২ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন
- অধ্যায়-৩ প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সাজেশন
- অধ্যায় -৪ বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা সাজেশন
- অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন
- অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন
- অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন
- অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন
- অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন
- অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন
৭। কম্পিউটারের গতি বজায় রাখার জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি ?
(ক) ডিস্ক ব্যাকআপ (খ) ডিস্ক ক্লিনআপ
(গ) মিডিয়া প্লেয়ার (ঘ) পিডিএফ রিডার
উত্তর: খ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
৮। সফওয়্যার এর সাথে কোন প্রোগ্রামটি সংযুক্ত থাকে ?
(ক) রেজিস্ট্রি ক্লিনআপ (খ) ডিস্ক ডিফ্র্যাগমেন্টর
(গ) Auto run প্রোগ্রাম (ঘ) টেম্পোরারি ফাইল
উত্তর: গ
৯। হার্ডডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কী প্রয়োজন ?
(ক) ডিস্ক ডিলিটআপ (খ) ডিস্ক রিডআপ (গ) ডিস্ক রিমুভার (ঘ) ডিস্ক ক্লিনআপ
উত্তর: ঘ
সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- ১ম অধ্যায় : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সাজেশন
- অধ্যায়-২ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সাজেশন
- অধ্যায়-৩ সামাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সাজেশন
- অধ্যায়-৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সাজেশন
- অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন
- অধ্যায়-৬ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সাজেশন
- অধ্যায়-৭ সামাজিকরণ প্রক্রিয়া সাজেশন
- অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
- অধ্যায়-৯ সামাজিক ব্যবস্থা সাজেশন
- অধ্যায়-১o বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সাজেশন
- অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
১০। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়-
i. ডিস্ক ক্লিনআপ
ii.ডিস্ক ফরমেট
iii.ডিস্ক ডিফ্র্যাগমেন্ট
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
উত্তর: খ
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- IHT&MATS এর বাংলা ২য় পত্র ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর পদার্থবিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর রসায়ন ১০০% কমন সাজেশন
- IHT & MATS এর জীববিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS ভর্তি পরিক্ষা ২০১৯-২০২০ব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ MCQ
- IHTভালো নাকি MATS ভালো (ডিপ্লোমা নার্সিং)কোনটি পড়া উচিত?
১১। ইলেকট্রনিস যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয় ?
(ক) সফটয়ার (খ) বিদ্যুৎ (গ) হার্ডওয়ার (ঘ) ডাটা
উত্তর: ক
১২। কোন সফট্ওয়ারটির ইনস্টল প্রক্রিয়া ভিন্ন রকমের ?
(ক) ইন্টারনেট ব্রাউজার (খ) অপারেটিং সিস্টেম
(গ) মিডিয়া প্লেয়ার (ঘ) ফটো ভিউয়ার
উত্তর: খ
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
১৩। কােনো সফট্ওয়্যারটির ইনস্টল করার পূর্বে লক্ষ রাখা প্রয়োজন ?
i. হাওয়্যার সার্পোট করে কিনা
ii. এন্টি ভাইরাস বন্ধ আছে কিনা
iii. এডমিনিস্ট্রেটররে অনুমতি আছে কিনা
নিচের কোনটি সঠকি ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
উত্তর: ঘ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
১৪। কোনো প্রোগ্যাম ইনস্টল হবার পূর্বে কোন প্রোগ্রাম চালু হয় ?
(ক) Auto run (খ) Auto hide (গ) Browser (ঘ) pdf reader
উত্তর: ক
১৫। কোন অপারেটিং সিস্টেম যন্ত্র থেকে সফটওয়্যার আনইনস্টল খুব সহজ ?
(ক) উইন্ডোজ (খ) ম্যাক (গ) অ্যানড্রয়েড (ঘ) উবুন্টু
উত্তর: খ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
১৬। সফটওয়্যার আনইস্টলেশনের শুরুতে কোন বাটনে ক্লিক করতে হয় ?
(ক) সাট ডাউন বাটন (খ) স্টার্স বাটন (গ) লগ অফ (ঘ) রান
উত্তর: খ
১৭। Run কমান্ড চালু করতে কোনটি ব্যবহৃত হয় ?
(ক) Windows + r (খ) Ctrl + r (গ) Shift + r (ঘ) Enter + r
উত্তর: ক
অন্যান্য বিষয় সমূহ:
১৮। Registry Editor এ যা্ওয়ার জন্য টাইপ করতে হয় কোনটি ?
(ক) regidit (খ) regiedit (গ) regedit (ঘ) reedit
উত্তর: গ
১৯। অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে ?
(ক) D (খ) C (গ) F (ঘ) E
উত্তর: খ
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
২০। VIRUS - এর নামকরণ করেন কে ?
(ক) টিম বার্নাট লি (খ) অ্যাডা লাভলেস
(গ) ফ্রেড কোহেন (ঘ) বিল গেটস
উত্তর: গ
২১। কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায় ?
(ক) র্যাম স্লট (খ) মাউস (গ) সিডি (ঘ) কীবোর্ড
উত্তর: গ
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: বাংলাদেশের কৃষি সাজেশন
- অধ্যায় ২: ভূমি সম্পদ ও কৃষি প্রযুক্তি সাজেশন
- অধ্যায় ৩: বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি সাজেশন
- অধ্যায়:৪ কৃষি জলবায়ু সাজেশন
- অধ্যায়-৫ মাঠ ও উদ্যান ফসল উৎপাদন সাজেশন
- অধ্যায়-৬ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সাজেশন
২২। ফ্রেড কোহেন কোন বিশ্ববিদ্যালয়ের গবেষক ছিলেন ?
(ক) University of California (খ) Princeton University
(গ) University of New Haven (ঘ) MIT
উত্তর: গ
২৩। কম্পিউটার ভাইরাস কী ?
(ক) হাডওয়্যার (খ) সফটওয়্যার (গ) পাসওয়্যাড (ঘ) ব্রাউজার
উত্তর: ক
২৪। "Vienna" পরিচিত উদাহরণটি হচ্ছে -
(ক) Antivisus (খ) Setup file (গ) Virus (ঘ) New folder
উত্তর: গ
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
২৫। ভাইরাস বাহক কোনটি ?
(ক) রম (খ) সিডি (গ) প্রসেসর (ঘ) র্যাম
উত্তর: খ
আরো পড়ুন: মাসি-পিসি
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:মাসি-পিসি সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়(মূল কথা)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url