এসএসসি রসায়ন ৭ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া
ভিডিও ক্লাস: ৭ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া MCQ Part-7
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটি
পরিবর্তত হয় না ?
(ক) অণুর গঠন
(খ) আন্তঃআনবিক দূরত্ব
(গ) ঘনমাত্রা
(ঘ) নিজস্ব বৈশিষ্ট্য
উত্তর: ক
২। নিচের কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ ?
(ক) হাইড্রোজেন ও অক্রিজেনের মাধ্যমে পানি তৈরি
(খ) লোহার মরিচা পড়া
(গ) মোমবাতি জ্বালানো
(ঘ) জলীয় বাষ্পকে খুব ঠান্ডা করে বরফ তৈরি
উত্তর: ঘ
৩। একটি লোহার টুকরাকে চুম্বুক দ্বারা ঘর্ষন করলে তা চুম্বুকত্ব প্রাপ্ত হয় ।এটি কোন ধরনের পরিবর্তন ?
পরিবর্তত হয় না ?
(ক) অণুর গঠন
(খ) আন্তঃআনবিক দূরত্ব
(গ) ঘনমাত্রা
(ঘ) নিজস্ব বৈশিষ্ট্য
উত্তর: ক
২। নিচের কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ ?
(ক) হাইড্রোজেন ও অক্রিজেনের মাধ্যমে পানি তৈরি
(খ) লোহার মরিচা পড়া
(গ) মোমবাতি জ্বালানো
(ঘ) জলীয় বাষ্পকে খুব ঠান্ডা করে বরফ তৈরি
উত্তর: ঘ
৩। একটি লোহার টুকরাকে চুম্বুক দ্বারা ঘর্ষন করলে তা চুম্বুকত্ব প্রাপ্ত হয় ।এটি কোন ধরনের পরিবর্তন ?
(ক) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
(খ) ভৌত পরিবর্তন
(গ) কোন পরিবর্তনই হয় না
(ঘ) রাসায়নিক পরিবর্তন
উত্তর:খ
৪। কোনটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে ?
(ক) পানি ও চিনি দিয়ে শরবত তৈরি করলে
(খ) চুনের সাথে পানি যোগ কোরলে
(গ) মোম গলে তরলে পরিণত হলে
(ঘ) বরফকে তাপ দিয়ে পানিতে পরিণক করলে
উত্তর: খ
৫। মোম জ্বালানোর সময় কিছু অংশ গলে যায় -এটি কোন ধরণের পরিবর্তন ?
(ক) ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয় (খ) ভৌত পরিবর্তন হয়
(গ) রাসায়নিক পরিবর্তন হয় (ঘ) কঠিনে পরিণত হয়
উত্তর: ক
৬। প্রাকৃতিক গ্যাস পোড়ালে নিচের কোনটি উৎপন্ন হয় ?
(ক) H2O(s) (খ) CH4 (গ) SO2 (ঘ) CO2
উত্তর: ঘ
৭। FeSo4 অণুতে Fe-এর জারণ সংখ্যা কত ?
(ক) +1 (খ) -1 (গ) -2 (ঘ) +2
উত্তর: ঘ
৮। সুপার অক্রাইডে অক্রিজেনের জারণ সংখ্যা কত ?
(ক) -2 (খ) -1 (গ) -1/2 (ঘ) 0
উত্তর: গ
৯। কোন অক্রাইডে অক্রিজেনের জারণ সংখ্যা -1/2 ?
(ক) CaO (খ) Na2O2 (গ) RbO2 (ঘ)MnO2
উত্তর: গ
১০। সোডিয়াম থায়ো সালফেটে সালফারের জারণ সংখ্যা কত ?
(ক) +2 (খ) 0 (গ) +4 (ঘ) +6
উত্তর: ক
১১। লিথিয়াম অ্যালুমিনিয়াম টিট্রা হাইড্রাইড এ হাইড্রোজেনের জারণ সংখ্যা কত ?
(ক) +1 (খ) -1 (গ) 0 (ঘ) +2
উত্তর: খ
১২। নিচের কোন যৌগে একটি মৌলের জারণ সংখ্যা শূন্য হবে ?
(ক) KMnO4 (খ) Na2CO3 (গ) FeSO4 (ঘ) H2CCI2
উত্তর: ঘ
১৩। CHCI 3 যৌগে কার্বনের জারণ সংখ্যা কত ?
(ক) শূন্য (খ) +2 (গ) -2 (ঘ) +4
উত্তর: খ
১৪। Na2SO4 যৌগে সাফারের জারণ সংখ্যা কত ?
উত্তর: গ
১০। সোডিয়াম থায়ো সালফেটে সালফারের জারণ সংখ্যা কত ?
(ক) +2 (খ) 0 (গ) +4 (ঘ) +6
উত্তর: ক
১১। লিথিয়াম অ্যালুমিনিয়াম টিট্রা হাইড্রাইড এ হাইড্রোজেনের জারণ সংখ্যা কত ?
(ক) +1 (খ) -1 (গ) 0 (ঘ) +2
উত্তর: খ
১২। নিচের কোন যৌগে একটি মৌলের জারণ সংখ্যা শূন্য হবে ?
(ক) KMnO4 (খ) Na2CO3 (গ) FeSO4 (ঘ) H2CCI2
উত্তর: ঘ
১৩। CHCI 3 যৌগে কার্বনের জারণ সংখ্যা কত ?
(ক) শূন্য (খ) +2 (গ) -2 (ঘ) +4
উত্তর: খ
১৪। Na2SO4 যৌগে সাফারের জারণ সংখ্যা কত ?
(ক) +2 (খ) +2.5 (গ) +4 (ঘ) +6
উত্তর; ঘ
১৫। ক্রায়োলাইটে ফ্রোরিনের জারণ মান কত ?
(ক) +1 (খ) -1 (গ) -3 (ঘ) -6
উত্তর: খ
১৬। ভিনেগারে নিচের কোন এসিডটি উপস্থিত থাকে ?
উত্তর: খ
১৬। ভিনেগারে নিচের কোন এসিডটি উপস্থিত থাকে ?
(ক) সাইট্রিক এসিড (খ) এসিটিক এসিড
(গ) টারটারিক এসিড (ঘ) এসকরবিক এসিড
উত্তর: খ
১৭। KMnO4 -এ Mn এর জারণ সংখ্যা কত ?
(ক) +8 (খ) +7 (গ) +6 (ঘ) +5
উত্তর: খ
১৮। ফসফরিক এসিডে ফসফরাসের জারণ মান কত ?
(ক) +3 (খ) +5 (গ) -3 (ঘ)-5
উত্তর: খ
১৯। [Cu(NH3)4]SO4 যৌগে Cu এর জারণ মান কত ?
(ক) +3 (খ)-2 (গ) -3 (ঘ)+2
উত্তর: ঘ
২০। ওলিয়াম সালফারের জারণ সংখ্যা কত ?
(ক) 2 (খ) 4 (গ) 6 (ঘ) 8
উত্তর: গ
{ওলিয়ামের রাসায়নিক সংকেত হল H2S2O7. এতে সালফার এর জারন সংখ্যা হল 6+}
২১। পটাসিয়াম সালফাইডে সালফারের জারণ সংখ্যা কত ?
(ক) -2 (খ) 0 (গ) +4 (ঘ) +6
উত্তর: ক
ব্যাখ্যা:
পটাসিয়াম সালফাইড একটি অজৈব যৌগ। এর রাসায়নিক সংকেত K2S। বর্ণহীন এই যৌগটি সহজে সংগঠিত হয় না, কারণ এটি অতি সহজে পানির সাথে বিক্রিয়া করে পটাসিয়াম হাইড্রোসালফাইড (KSH) এবং পটাসিয়াম হাইড্রক্সাইড (KOH) উৎপন্ন করে।
২২। NH4(CNS) এ CNS এর জারণ মান কত ?
(ক) +1 (খ) +2 (গ) -1 (ঘ) -2
উত্তর: গ
২৩। KO2 যৌগে অক্রিজেনের জারণ সংখ্যা কত ?
(ক) -2 (খ) -1 (গ) -1/2 (ঘ) +1/2
উত্তর: গ
২৪। K2O2 এ অক্রিজেনের জারণ সংখ্যা কত ?
(ক) 0 (খ) -1/2 (গ) -1 (ঘ) -2
উত্তর: গ
২৫। কপার সালফেটে সালফারের জারণ সংখ্যা কত ?
(ক) +1 (খ) +2 (গ) +4 (ঘ) +6
উত্তর: ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url