এইচ এস সি পদার্থবিজ্ঞান অধ্যায় ১ : ভৌতজগত ও পরিমাপ
বুয়েট,কুয়েট,রুয়েট,মেডিকেল,টেক্সটাইল,বিএসসি নাসিং, বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরিক্ষার গাণিতিক সমস্যাবলির ব্যাখ্যাসহ ও সটকাট টেকনিকসহ সমাধান
ভিডিও ক্লাস: এইচ এস সি পদার্থবিজ্ঞান ভৌতজগত ও পরিমাপ MCQ Part-1
HSC Physics Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
প্রথম অধ্যায় ➤ প্রথম অধ্যায় কুইজ-১
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। 1 (এক) কিউসেক পানির ঘনত্ব কত লিটার? [ মেডিকেল ১৯-২০]
A. 28.517 B. 28.317
C. 28.717 D. 28.917
Ans: B
২। চাপের এস আই একক কোনটি? [ মেডিকেল ১৯-২০]
A. cmHg B. Pascal
C. mmHg D. cmH2O
Ans: B
৩। শূণ্যে আলোর গতি হচ্ছে.......meter/second. [ মেডিকেল ১৯-২০]
A. 499 992 658 B. 599 692 758
C. 399 892 558 D. 299 792 458
Ans: D
৪। “ গ্রহগুলির গতিপথ উপবৃত্তাকার”- তত্ত্বটি কে আবিষ্কার করেছেন? [ মেডিকেল ১৯-২০]
A. গ্যালিলিও B. পিথাগোরাস
C. কেপলার D. টলেমি
Ans: C
৫। একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ (2.5士0.2) cm হলে এর আয়তনে পরিমাপে শতকরা ত্রুটি কত? [ মেডিকেল ১৯-২০]
A. 4 B. 11
C. 24 D. 32
Ans: C
৬। একটি দন্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10cm এবং প্রকৃতমান 10.40 cm হলে, পরিমাপের শতকরা ত্রুটি কত? [ মেডিকেল ১৯-২০]
A. 4% B. 3.8%
C. 3.84% D. 0.4%
Ans: C
৭। 1 মাইল ও 1 কিলোমিটারের পার্থক্য কত মিটার? [ আর্মি মেডিকেল ২০-২১]
A. 507 B. 609
C. 709 D. 1000
Ans: B
৮। নিচের জোড়গুলোর মধ্যে কোনটির মাত্রা ( dimension) একই? [ ডেন্টাল ২০-২১]
A. কাজ ও শক্তি B. বল ও কাজ
C. বল ও টর্ক D. কাজ ও ক্ষমতা
Ans: A
৯। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে বলে? [ ডেন্টাল ১৯-২০]
A. ধারণা B. স্বীকার্য
C. নীতি D. তত্ত্ব
Ans: B
১০। নিচের কোনটি লব্ধ রাশি? [ ঢাবি (প্রযুক্তি) ২০-২১]
A. তাপমাত্রা B. কম্পাঙ্ক
C. ভর D. সময়
Ans: B
১১। ত্রিমাত্রিক কোণের একক কোনটি? [জাবি১৮-১৯]
A. রেডিয়ান B. স্টেরিডিয়ান
C. ডিগ্রি D. সবগুলো
Ans: B
১২। কোন ভৌত রাশির মাত্রা সংখ্যা ---[জবি,খুবি-১৮-১৯]
A. শূন্য B. একটি
C.একাধিক D. B,C
Ans: B
১৩। ২০২২ সালে নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী হচ্ছেন-----
A. অ্যালাইন অ্যাসপেক্ট B. জন এফ ক্লজার
C.অ্যান্টন জেলিঙ্গার D. সবগুলো
Ans: D
ব্যাখ্যা:
২০২২ সালে পদার্থে নোবেল পেয়েছেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার।বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয় ।
১৪। পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে বলে----- [জবি-১৯-২০]
A. নীতি B. স্বীকার্য
C.সূত্র D.তত্ত্ব
Ans: D
১৫। GHz ও 1MHz এর অনুপাতের বয়স কত?
A. 100:1 B. 10:2
C.1000:1 D.10000 :1000
Ans: C
১৬। বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশিসমূহ হল------
A. ভর,বল এবং সময় B. ভর,দৈর্ঘ্য এবং সময়
C.বল,শক্তি এবং সময় D. ভর,বল এবং সময়
Ans: B
১৭। 1emu (Electromagnetic Unit)=কত অ্যাম্পিয়ার ? [ইবি-১৯-২০]
A. 10 অ্যাম্পিয়ার B. 100অ্যাম্পিয়ার
C.1000 অ্যাম্পিয়ার D.10000 অ্যাম্পিয়ার
Ans: A
১৮। নিউটনিয় বা চিরায়িত বলবিদ্যার মৌলিক রাশি নয় কোনটি? [কুবি ১৮-১৯]
A. স্থান B. সময় বা কাল
C.বেগ D.ভর
Ans: C
১৯। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কোনটির সংরক্ষরণশীলতা নিদের্শ করে?
[ চবি(অর্থনীতি)-২০-২১]
A. শক্তি B. চাপ
C.চার্জ D.ভর
Ans: A
২০। 1 ইয়োট্রামিটার= কত? [নজরুল বি: ১৯-২০]
A.10^13m B. 10^9m
C.10^15m D.10^24m
Ans: D
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url