এইচ এস সি পদার্থবিজ্ঞান ৯ম অধ্যায় : তরঙ্গ

HSC Physics Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

৯ম অধ্যায় ➤  ৯ম অধ্যায় কুইজ-9

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

 ১।একটি শব্দ-তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে, পরিবর্তিত হয়-
[বুয়েট ১৩-১৪ ]
A. কম্পাঙ্ক ও বেগ      B. কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ধ্য  
C. তরঙ্গ দৈর্ধ্য ও বেগ  D.  কম্পঙ্ক ও তরঙ্গ দৈর্ধ্য ও বেগ
Ans: C
২। একটি তরঙ্গের তীব্রতা সরাসরি যার সমানুপাতিক, তা হলো-
[বুয়েট ১১-১২ ]
A. সম্পন্দনের বিস্তর   B. স্পন্দনের বিস্তারের বর্গ   
C. স্পন্দনের কম্পাঙ্ক   D. পিচ 
Ans: C
৩। Y=2 sin (3140 t-x) তরঙ্গের কম্পাঙ্ক হবে-
[বুয়েট ১০-১১ ]
A. 3140 Hz    B. 1570 Hz    C. 150000 Hz    D.  500 Hz
Ans:D
৪। একটি নির্দিষ্ট টানা তার 100 Hz কম্পাঙ্ক সৃষ্টি করে। যদি একউ তার উপরোক্ত কম্পাঙ্কের দ্বিগুণ কম্পাঙ্ক সৃষ্টি করে তাহলে তারের টান হবে-
[বুয়েট ১০-১১ ]
A. doubled   B. quadrupled  C. halved   D.  one-fourth
Ans: B
৫। শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ এ ধরনের তরঙ্গ হলো-
[বুয়েট ১০-১১ ]
A. চলমান   B. স্থির   C. অনুপ্রস্থ    D. অনুদৈর্ধ্য
Ans: D
৬। 14^0C এ একটি মাধ্যমের চাপ ও তাপমাত্রা উভয়ই 4 গুণ বাড়ানো হলে শব্দের বেগ বাড়বে।
[বুয়েট ১০-১১ ]
A. 200%    B. 114%    C. 14.6%     D. 7%
Ans: D
৭। একটি অডিও  ক্যাসেট প্লেয়ার ও একটি টেলিভিশনের তীব্রতা লেভেল 
যথাক্রমে93 dBেএবং 85 dB। এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল নির্ণয় কর।
[কুয়েট ১৬-১৭ ]
A. 92.82 dB    B. 93 dB   C. 93.33 dB    D. 93.64 dB   E. 94.41 dB
Ans: D
৮। কোনো শ্রেণিকক্ষের শব্দের তীব্রতা  10-7W/m^2। শব্দের তীব্রতা দ্বিগুন হলে নতুন তীব্রতা লেভেল কতটুকু বাড়বে ?
[কুয়েট ১৭-১৮ ]
A. 2.75 dB   B. 2.50 dB    C. 2.25 dB   D. 3.01 dB     E. 94.41 dB
Ans: D
৯। একটি সরল ছন্দিত তরঙ্গ গ্যাসের মধ্য দিয়ে +X অক্ষের দিয়ে চলমান এবং ইহার বিস্তার 2 cm,বেগ   300m/s এবং কম্পাঙ্ক   300/sec । মূল বিন্দু হতে  100 cm  দূরত্বে  6sem পরে 
অগ্রগামী তরঙ্গটির সরণ কত ?
[কুয়েট ১৫-১৬ ]
A. 3000cm    B. 100 cm   C. 10 cm     D. 6 cm   E. 0
Ans:  E
১০। একটি শ্রেণিকক্ষে শব্দের তীব্রতা 10-7 W/m^2। শব্দের তীব্রতা দ্বিগুণ হলে তীব্রতা লেভেল 
কত হবে ? 
[কুয়েট ১৪-১৫ ]
A. 53 dB     B. 53.01 dB   C. 55.06 dB     D. 53.02 dB   E. 56.93 dB 
Ans: B
১১। একই তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ /4 এই বিন্দু দুইটির মধ্যে দশা পার্থক্য নির্ণয় কর ?
[কুয়েট ১৩-১৪ ]
A. π/4    B. 2π/3   C. π/6   D. 3π/4   E. π/2
Ans: E
১২। একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে 1080M দূরত্ব অতিক্রম করে । এই শব্দ তরঙ্গের 
তরঙ্গদৈর্ঘ্য 60 cm হলে তরঙ্গের পর্যায়কাল কত ?
[চুয়েট ১৬-১৭ ]
A. None of them   B. 10 sec  C. 1sec   D. 0.1 sec  
Ans:  D
১৩। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = 2 sin π (500 t-x) নরণ মিটারে ও সময় সেকেন্ডে 
প্রকাশ করা আছে; এ তরঙ্গের কম্পাঙ্ক কত ?
[চুয়েট ১১-১২ ]
A. 500 Hz    B. 250 Hz   C. 1000 Hz   D. None 
Ans: B
১৪। একটি টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে এর উপর প্রযুক্ত টান 4 গুণ করা হলে। তারের কম্পাঙ্কের কত পরিবর্তন হবে ?
[চুয়েট ১০-১১ ]
A. 4 times B. 2times   C. 6 times     D. None 
Ans: B
১৫। একটি ভ্যাকুয়ম ক্লিনার ও একটি টিভির তীব্রতা লেভেল যথাক্রমে 86 dB এবং  84 dB। এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল কত ? প্রমাণ তীব্রতা   I0 = 10-12 Wm-2
[রুয়েট ১৪-১৫ ]
A. 85 dB    B. 87 dB    C. 89 dB D. 88 dB    E. None 
Ans: D

১৬। একটি সুরশলাকা 2.5 m দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতে পারে। যদিৈ ঐ তরঙ্গের বেগ 340 m/sec হয়, তবে সুরশলাকার কম্পাঙ্ক কত ? 

[রুয়েট ১০-১১ ]

A. 316 Hz     B. 613 Hz    C. 631 Hz   D. 136 Hz   

Ans: D

১৭। একটি সুরেলী কাটা প্রতি সেকেন্ডে 200 বার কাঁপে এবং উহা হতে শব্দ  3 সেকেন্ডে   1200 মিটার দুরত্ব অতিক্রম করে। বায়ুর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কত নির্ণয় করো ?

[রুয়েট ০৯-১০ ]

A. 1.25 m    B. 2.0 m    C. 2.5 m     D. 1.5   E. 4.0 m

Ans: B

১৮। কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রবণসীমা (threshoid of audibility of ear) বলে ?

[মেডিকেল ২০-২১ ]

A. 10 dB    B. 0 dB      C. 2 dB     D. 1 dB 

Ans: B

১৯। শব্দের প্রবলতা মাপার একক হচ্ছে-

[মেডিকেল ১৯-২০ ]

A. dB     B. DB      C. Wm-2     D. WM-1 

Ans: C

২০। যদি সেকেন্ডে 100 তরঙ্গ তৈরি হয় তবে কম্পাঙ্ক কত Hz হবে ?

[মেডিকেল ১৫-১৬ ]

A. 100     B. 1/100    C. 5/3    D. 10-3 

Ans: A

২১। প্রমান তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতার পরিমান নিম্নর কোনটি ?

[মেডিকেল ০৯-১০ ]

A.1 ডেসি বেল    B. 1 বেল    C. 2 ডেসি বেল    D. 2 বেল

Ans: A

২২। শ্রবণোত্তর শব্দের ভ্যবহারিক প্রয়োগ নয় কোনটি ?

[মেডিকেল ১১-১২,০৪-০৬ ]

A. সমুদ্রের গভীরতা নির্ণয়ে    B. গতি বৃদ্ধিতে   

C. জীবাণু ধ্বংসে   D.  দ্রাব্যতা বাড়াতে

Ans: B

২৩। শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কর্ণ সহ্য করতে পারে ?

[ডেন্টাল ১৯-২০ ]

A. 200 dB    B. 180 dB   C. 80 dB   D.  120 dB

Ans: D

২৪। মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায়, তার তীব্রতা কত ?

[ডেন্টাল ১৬-১৭ ]

A. 10-6 Wm-2      B. 10-8 Wm-2    

C. 10-12 Wm-2    D. 10-10 Wm-2 

Ans: C

২৫। কোন তরঙ্গের সমবর্তন হয় না ?

[ ঢাবি ১৯-২০ ]

A. এক্স-রশ্মি    B. শব্দ তরঙ্গ    C. রেডিও তরঙ্গ    D. আলোক তরঙ্গ  

Ans: B

২৬। স্থির তরঙ্গের পরপর দুটি সুম্পন্দ বিন্দুর মধ্যবর্তী দুরত্ব-

 [ডেন্টাল ১৯-২০ ]

A. λ/4    B. λ     C. λ /3     D. λ /2

Ans: D   


এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-  তরঙ্গ



    


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url