এইচ এস সি পদার্থবিজ্ঞান ৯ম অধ্যায় : তরঙ্গ
HSC Physics Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
৯ম অধ্যায় ➤ ৯ম অধ্যায় কুইজ-9
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
[বুয়েট ১৩-১৪ ]
A. কম্পাঙ্ক ও বেগ B. কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ধ্য
C. তরঙ্গ দৈর্ধ্য ও বেগ D. কম্পঙ্ক ও তরঙ্গ দৈর্ধ্য ও বেগ
Ans: C
২। একটি তরঙ্গের তীব্রতা সরাসরি যার সমানুপাতিক, তা হলো-
[বুয়েট ১১-১২ ]
A. সম্পন্দনের বিস্তর B. স্পন্দনের বিস্তারের বর্গ
C. স্পন্দনের কম্পাঙ্ক D. পিচ
Ans: C
৩। Y=2 sin (3140 t-x) তরঙ্গের কম্পাঙ্ক হবে-
[বুয়েট ১০-১১ ]
A. 3140 Hz B. 1570 Hz C. 150000 Hz D. 500 Hz
Ans:D
৪। একটি নির্দিষ্ট টানা তার 100 Hz কম্পাঙ্ক সৃষ্টি করে। যদি একউ তার উপরোক্ত কম্পাঙ্কের দ্বিগুণ কম্পাঙ্ক সৃষ্টি করে তাহলে তারের টান হবে-
[বুয়েট ১০-১১ ]
A. doubled B. quadrupled C. halved D. one-fourth
Ans: B
৫। শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ এ ধরনের তরঙ্গ হলো-
[বুয়েট ১০-১১ ]
A. চলমান B. স্থির C. অনুপ্রস্থ D. অনুদৈর্ধ্য
Ans: D
৬। 14^0C এ একটি মাধ্যমের চাপ ও তাপমাত্রা উভয়ই 4 গুণ বাড়ানো হলে শব্দের বেগ বাড়বে।
[বুয়েট ১০-১১ ]
A. 200% B. 114% C. 14.6% D. 7%
Ans: D
৭। একটি অডিও ক্যাসেট প্লেয়ার ও একটি টেলিভিশনের তীব্রতা লেভেল
যথাক্রমে93 dBেএবং 85 dB। এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল নির্ণয় কর।
[কুয়েট ১৬-১৭ ]
A. 92.82 dB B. 93 dB C. 93.33 dB D. 93.64 dB E. 94.41 dB
Ans: D
৮। কোনো শ্রেণিকক্ষের শব্দের তীব্রতা 10-7W/m^2। শব্দের তীব্রতা দ্বিগুন হলে নতুন তীব্রতা লেভেল কতটুকু বাড়বে ?
[কুয়েট ১৭-১৮ ]
A. 2.75 dB B. 2.50 dB C. 2.25 dB D. 3.01 dB E. 94.41 dB
Ans: D
৯। একটি সরল ছন্দিত তরঙ্গ গ্যাসের মধ্য দিয়ে +X অক্ষের দিয়ে চলমান এবং ইহার বিস্তার 2 cm,বেগ 300m/s এবং কম্পাঙ্ক 300/sec । মূল বিন্দু হতে 100 cm দূরত্বে 6sem পরে
অগ্রগামী তরঙ্গটির সরণ কত ?
[কুয়েট ১৫-১৬ ]
A. 3000cm B. 100 cm C. 10 cm D. 6 cm E. 0
Ans: E
১০। একটি শ্রেণিকক্ষে শব্দের তীব্রতা 10-7 W/m^2। শব্দের তীব্রতা দ্বিগুণ হলে তীব্রতা লেভেল
কত হবে ?
[কুয়েট ১৪-১৫ ]
A. 53 dB B. 53.01 dB C. 55.06 dB D. 53.02 dB E. 56.93 dB
Ans: B
১১। একই তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ /4 এই বিন্দু দুইটির মধ্যে দশা পার্থক্য নির্ণয় কর ?
[কুয়েট ১৩-১৪ ]
A. π/4 B. 2π/3 C. π/6 D. 3π/4 E. π/2
Ans: E
১২। একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে 1080M দূরত্ব অতিক্রম করে । এই শব্দ তরঙ্গের
তরঙ্গদৈর্ঘ্য 60 cm হলে তরঙ্গের পর্যায়কাল কত ?
[চুয়েট ১৬-১৭ ]
A. None of them B. 10 sec C. 1sec D. 0.1 sec
Ans: D
১৩। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = 2 sin π (500 t-x) নরণ মিটারে ও সময় সেকেন্ডে
প্রকাশ করা আছে; এ তরঙ্গের কম্পাঙ্ক কত ?
[চুয়েট ১১-১২ ]
A. 500 Hz B. 250 Hz C. 1000 Hz D. None
Ans: B
১৪। একটি টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে এর উপর প্রযুক্ত টান 4 গুণ করা হলে। তারের কম্পাঙ্কের কত পরিবর্তন হবে ?
[চুয়েট ১০-১১ ]
A. 4 times B. 2times C. 6 times D. None
Ans: B
১৫। একটি ভ্যাকুয়ম ক্লিনার ও একটি টিভির তীব্রতা লেভেল যথাক্রমে 86 dB এবং 84 dB। এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল কত ? প্রমাণ তীব্রতা I0 = 10-12 Wm-2
[রুয়েট ১৪-১৫ ]
A. 85 dB B. 87 dB C. 89 dB D. 88 dB E. None
Ans: D
১৬। একটি সুরশলাকা 2.5 m দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতে পারে। যদিৈ ঐ তরঙ্গের বেগ 340 m/sec হয়, তবে সুরশলাকার কম্পাঙ্ক কত ?
[রুয়েট ১০-১১ ]
A. 316 Hz B. 613 Hz C. 631 Hz D. 136 Hz
Ans: D
১৭। একটি সুরেলী কাটা প্রতি সেকেন্ডে 200 বার কাঁপে এবং উহা হতে শব্দ 3 সেকেন্ডে 1200 মিটার দুরত্ব অতিক্রম করে। বায়ুর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কত নির্ণয় করো ?
[রুয়েট ০৯-১০ ]
A. 1.25 m B. 2.0 m C. 2.5 m D. 1.5 E. 4.0 m
Ans: B
১৮। কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রবণসীমা (threshoid of audibility of ear) বলে ?
[মেডিকেল ২০-২১ ]
A. 10 dB B. 0 dB C. 2 dB D. 1 dB
Ans: B
১৯। শব্দের প্রবলতা মাপার একক হচ্ছে-
[মেডিকেল ১৯-২০ ]
A. dB B. DB C. Wm-2 D. WM-1
Ans: C
২০। যদি সেকেন্ডে 100 তরঙ্গ তৈরি হয় তবে কম্পাঙ্ক কত Hz হবে ?
[মেডিকেল ১৫-১৬ ]
A. 100 B. 1/100 C. 5/3 D. 10-3
Ans: A
২১। প্রমান তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতার পরিমান নিম্নর কোনটি ?
[মেডিকেল ০৯-১০ ]
A.1 ডেসি বেল B. 1 বেল C. 2 ডেসি বেল D. 2 বেল
Ans: A
২২। শ্রবণোত্তর শব্দের ভ্যবহারিক প্রয়োগ নয় কোনটি ?
[মেডিকেল ১১-১২,০৪-০৬ ]
A. সমুদ্রের গভীরতা নির্ণয়ে B. গতি বৃদ্ধিতে
C. জীবাণু ধ্বংসে D. দ্রাব্যতা বাড়াতে
Ans: B
২৩। শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কর্ণ সহ্য করতে পারে ?
[ডেন্টাল ১৯-২০ ]
A. 200 dB B. 180 dB C. 80 dB D. 120 dB
Ans: D
২৪। মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায়, তার তীব্রতা কত ?
[ডেন্টাল ১৬-১৭ ]
A. 10-6 Wm-2 B. 10-8 Wm-2
C. 10-12 Wm-2 D. 10-10 Wm-2
Ans: C
২৫। কোন তরঙ্গের সমবর্তন হয় না ?
[ ঢাবি ১৯-২০ ]
A. এক্স-রশ্মি B. শব্দ তরঙ্গ C. রেডিও তরঙ্গ D. আলোক তরঙ্গ
Ans: B
২৬। স্থির তরঙ্গের পরপর দুটি সুম্পন্দ বিন্দুর মধ্যবর্তী দুরত্ব-
[ডেন্টাল ১৯-২০ ]
A. λ/4 B. λ C. λ /3 D. λ /2
Ans: D
এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ ভিডিও ক্লাস পেতে চাপ দিন- তরঙ্গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url