৫ম অধ্যায়: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
৫ম অধ্যায় ➤ ৫ম অধ্যায় কুইজ-5
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। এক কথায় মাল্টিমিডিয়া মানে কী ?
(ক) প্রকাশ মাধ্যম (খ) বহু মাধ্যম
(গ) সংবাদ মাধ্যম (ঘ) দূরযোগাযোগ
উত্তর: খ
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন:
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
২। মাল্টিমিডিয়ার উপাদান কয়টি ?
(ক) ২ টি (খ) ৩ টি (গ) ৪ টি (ঘ) ৫ টি
উত্তর: খ
৩। পাউয়ার পয়েন্ট ফাইলকে কী বলা হয় ?
(ক) স্লাইড (খ) লেআউট (গ) প্রেজেন্টেশনের (ঘ) এনিমেশন
উত্তর: গ
৪। বাংলাদেশ-৭১ কী ?
(ক) গেমস (খ) ডিজিটাল প্রকাশনা (গ) গ্রাফিক্স (ঘ) ইনফ্রোগ্রাফিক্স
উত্তর: ঘ
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
৫। প্রেজেন্টেশনের একে একটি অংশকে কী বলা হয় ?
ক) Slide (খ) Slide Layout (গ) Page (ঘ) Footer
উত্তর: ক
৬। সিলেকশনের আয়তাকার বক্সে মোট কতটি ফাঁপা চতুষ্কোণ বক্স দেখা যায় ?
ক) ৩ টি (খ) ৪ টি (গ) ৬ টি (ঘ) ৮ টি
উত্তর: ঘ
৭। পাওয়ার পয়েন্টের স্লাইড এর ছোট সংস্করণ কোথায় দেখা যায় ?
ক) থাম্বনেইল ভিউয়ে (খ) হ্যান্ড-আউট (গ) রিবনে (ঘ) লেআউট
উত্তর: ক
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় -১ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সাজেশন
- অধ্যায় -২ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন
- অধ্যায়-৩ প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সাজেশন
- অধ্যায় -৪ বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা সাজেশন
- অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন
- অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন
- অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন
- অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন
- অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন
- অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
৮। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার কীবোর্ড কমান্ড কোনটি ?
ক) Ctrl+M (খ) Ctrl+S (গ) Ctrl+X (ঘ) Shift+M
উত্তর: ক
৯। প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনে কী বোর্ডের কোন কী চাপতে হবে ?
ক) F3 (খ) F4 (গ) F5 (ঘ) F6
উত্তর: গ
১০। Slide show কোন মেনুতে থাকে ?
ক) Home (খ) Insert (গ) Design (ঘ) View
উত্তর: ঘ
১১। ট্রানজিশন হলো এক ধরনের-
ক) ভিডিও (খ) স্লাইড (গ) ইফেক্ট (ঘ) অ্যানিমেশন
উত্তর: গ
সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- ১ম অধ্যায় : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সাজেশন
- অধ্যায়-২ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সাজেশন
- অধ্যায়-৩ সামাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সাজেশন
- অধ্যায়-৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সাজেশন
- অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন
- অধ্যায়-৬ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সাজেশন
- অধ্যায়-৭ সামাজিকরণ প্রক্রিয়া সাজেশন
- অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
- অধ্যায়-৯ সামাজিক ব্যবস্থা সাজেশন
- অধ্যায়-১o বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সাজেশন
- অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
১২। টেক্সট বক্সে ট্রানজিশন প্রয়োগ করার সঠিক প্রক্রিয়া কোনটি ?
ক) Animation → Textbox Select → Insert
(খ) Animation → Custom Animation → Textbox
(গ) Insert → Custom Animation
(ঘ) Textbox→ Animation → Custom Animation
উত্তর: ঘ
১৩। Entrance ট্রানজিশন Effect এর মধ্যে রয়েছে-
i. Fly in
ii. Blinds
iii. Diamond
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ঘ
১৪। মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি ?
(ক) প্রিমিয়ার (খ) ফটোশপ (গ) ফ্ল্যাশ (ঘ) ডিরেক্টর
উত্তর: ঘ
১৫। কোনটি অথরিং সফটওয়্যার ?
(ক) ডিরেক্টর (খ) এক্সেল (গ) মাই এডমিন (ঘ) ডেটাবেজ
উত্তর: ক
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- IHT&MATS এর বাংলা ২য় পত্র ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর পদার্থবিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর রসায়ন ১০০% কমন সাজেশন
- IHT & MATS এর জীববিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS ভর্তি পরিক্ষা ২০১৯-২০২০ব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ MCQ
- IHTভালো নাকি MATS ভালো (ডিপ্লোমা নার্সিং)কোনটি পড়া উচিত?
১৬। নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার ?
(ক) MS Power Point (খ) MS Excel (গ) MS Access (ঘ) MS Word
উত্তর: ক
১৭। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি কোন কম্পানি তৈরি করেছে ?
(ক) স্যামসাং (খ) অ্যাপেল (গ) গুগল (ঘ) মাইক্রোসফট
উত্তর: ঘ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)
১৮। কোন ফরম্যাটে প্রেজেন্টেশন ফাইল সংরক্ষিত হয়-
i. .ppt
ii. .pptx
iii. .pp
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i (ঘ) i , ii ও iii
উত্তর: ক
১৯। সিনিয়র সিস্টেম এনালিস্টের ভ্যবহৃত প্রোগ্রামটি হলো-
(ক) MS Word (খ) MS Power Point (গ) MS Access (ঘ) MS Excel
উত্তর: খ
২০। নিচের কোনটি মাল্টিমিডিয়ার উপাদান নয় ?
(ক) বর্ণ (খ) চিত্র (গ) শব্দ (ঘ) বিদুৎ
উত্তর: ঘ
২১। ইন্টারঅ্যাকাডিভ মাল্টিমিডিয়া কোনটি ?
(ক) রেডিও (খ) ওয়েবপেজ (গ) সিনেমা (ঘ) টেলিভিশন
উত্তর: খ
২২। কোন সালে সিনেমা আবিষ্কৃত হয় ?
(ক) ১৮৬৫ (খ) ১৮৭৫ (গ) ১৮৮৫ (ঘ) ১৮৯৫
উত্তর: ঘ
২৩। আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি ?
(ক) সিনেমা (খ) টেলিভিশন (গ) ভিডিও (ঘ) রেডিও
উত্তর: ক
২৪। ইন্টারঅ্যাকাডিভ মাল্টিমিডিয়া -
i. ওয়েব পেজ
ii. রেডিও
iii. ভিডিও গেম
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: খ
২৫। নিচের কোনটি গ্রাফিক্সের একটি রূপ ?
(ক) টেক্সট (খ) সিনেমা (গ) ইন্টারনেট (ঘ) সিগন্যাল
উত্তর: খ
এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ ভিডিও ক্লাস পেতে চাপ দিন- মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
অন্যান্য বিষয় সমূহ:
এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )
১ম অধ্যায় ➤ ১ম অধ্যায় কুইজ-১
আরো পড়ুন: মাসি-পিসি
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:মাসি-পিসি সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়(মূল কথা)
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url