৪র্থ অধ্যায় : আমার হাতের লেখালেখি ও হিসাব

 


SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

 ৪র্থ অধ্যায় ➤   ৪র্থ অধ্যায় কুইজ-4

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

১। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয় ?

(ক) স্পেডশিট  (খ) ওয়ার্ড পসেসর  (গ) ফটোশপ  (ঘ) ডেটাবেজ

উত্তর: খ

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন: 

২। চিঠি পত্র লিখার জন্য উপযুক্ত প্রোগ্রাম কোনটি ?

(ক) MS Excel   (খ) MS Word  

(গ) MS power point  (ঘ) MS Access

উত্তর: খ

৩। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্সরকে কী বলে ?

(ক) শেইপ   (খ) বুলেট   (গ) ক্লিপ আর্ট   (ঘ) ফন্ট

উত্তর: ঘ

আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস 

৪। ডকুমেন্ট সেভ করার কীবোর্ড কমান্ড কোনটি ?

(ক) ctrl+P   (খ) ctrl+S   (গ) ctrl+U   (ঘ) ctrl+X

উত্তর: খ

৫। সাফওয়ান তার বাড়ির ঠিকানা প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করবে ?

(ক) নিউ  (খ) সেইভ   (গ) ওপেন   (ঘ) সেইব এজ

উত্তর: খ

৬। কোনো ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করতে হয় ?

(ক) Open  (খ) New  (গ) Save   (ঘ) Save as

উত্তর: ঘ

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

৭। বাংলা টাইপের জন্য কোন ফন্টটি বাছায় করতে হয় ?

(ক) Arial   (খ) Times Roman  (গ) Mukti   (ঘ) Sutonny Mj

উত্তর: ঘ

৮। কোনো ডকুমেন্টর শব্দ  খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি ?

(ক) রিপ্লেস ফাইন্ড  (খ) ফাইন রিপ্লেস   

(গ) রিপ্লেস ফাউন্ড  (ঘ) ফাউন্ড রিপ্লেস

উত্তর: খ 

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

৯। লেখা সম্পাদনার প্রয়োজনীয় কমান্ড পাওয়া যায় কোন মেনুতে ?

(ক) হোম মেনুতে  (খ) টাইপ মেনুতে  (গ) অবজেক্ট মেনুতে   (ঘ) ভিউ মেনুতে

উত্তর: ক

১০। ইনসার্ট ট্যাবের অংশ কোনটি ?

(ক) নিউ  (খ) সেভ  (গ) চার্ট   (ঘ) ওপেন

উত্তর: গ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

১১। ইলাস্ট্রেশন গ্রুপে তাকে কোনটি ?

(ক) টেবিল   (খ) ওয়ার্ড আর্ট  (গ) ক্লিপ আর্ট   (ঘ) ফন্ট

উত্তর: গ

১২। কোনো ওয়ার্ড ডকুমেন্ট টেবিল যোগ করার কমান্ড কোনটি ?

(ক) Insert → Table→ Insert Table   (খ) Insert→Table → Column 

(গ) Insert → Insert Table → Table   (ঘ) Insert → Table → Row

উত্তর: ক

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৩। সারি ও কলামের সমন্বয়ে কী তৈরি হয় ?

(ক) সেল   (খ) সেল পয়েন্টার  (গ) রো   (ঘ) কলাম

উত্তর: ক

১৪। Header ও Footer কোথায় তাকে ?

(ক) Insert     (খ) Home     (গ) Page layout      (ঘ) View

উত্তর: ক

IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৫। ডুকুমেন্ট ওয়ার্ড আট করতে রিবনের কোন ট্যাব ব্যবহৃত হয় ?

(ক) Insert    (খ)  Page layout     (গ) Home     (ঘ) Add-ins 

উত্তর: ক

১৬। বানান সংশোধন সফটওয়্যার কোনটি ?

(ক) স্পেল চেকার    (খ) মিডল চেকার     (গ) ভিউ চেকার    (ঘ) ওয়ার্ড চেকার 

উত্তর:ক

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৭। হিসাব নিকাশের জন্য কোন ধরনের সফটওয়্যার প্রয়োজন ?

(ক) ওয়ার্ড প্রসেসিং     (খ) স্প্রেডশিট    (গ) লিনাক্স     (ঘ) ডস  

উত্তর:খ

কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৮। স্প্রেডশিটের বৈশিষ্ঠ -

i.যেকোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক 

ii. কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেনিকরণ সহজ 

iii. লেখালেখিসহ শব্দ প্রক্রিয়াকরণের কাজ করা যায় 

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ক

আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১  প্রশ্নপত্রসহ উত্তর  (Commerce)

১৯। নিচের কোনটি অন্যদের গথকে ভিন্ন ?

(ক) Foxpro    (খ) Dbase     (গ) Oracle     (ঘ) Excel 

উত্তর: ঘ

২০। পেজ নাম্বার অপশন কোথায় থাকে ?

(ক) প্যার‌াগ্যাফ    (খ) লিংকস     (গ) হেডার এন্ড ফুটার     (ঘ) অ্যারেঞ্জ

উত্তর: গ

কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

২১। সারি কলামের সমন্বয়ে কী তৈরি হয় ?

(ক) সেল      (খ) সেল পয়েন্টার     (গ) রো       (ঘ) কলাম

উত্তর: ক

২২। =Product কী কীসের ইঙ্গিত বহন করে ?

(ক) সূত্র        (খ) ফাংশান       (গ) স্প্রেড গুণফল       (ঘ) রেঞ্জ

উত্তর: গ

২৩। কোনটি ফাংশান ?

(ক) =SUM      (খ) =AVG       (গ) =PRODUCT       (ঘ) সবগুলো 

উত্তর: ঘ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

প্রশ্ন-২. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?

২৪। স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয় ?

(ক) = ( x )      (খ)  x          (গ)  *        (ঘ)  = ( / ) 

উত্তর: গ

অন্যান্য বিষয় সমূহ:

২৫। কী-বোর্ডে  %  লিখতে কোন কি চাপতে হবে ?

(ক) Shift  চেপে 4     (খ)  Shift  চেপে 6   (গ)  Shift চেপে 5      (ঘ)  Shift চেপে 7

উত্তর: গ

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-  আমার হাতের লেখালেখি ও হিসাব

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 


 













এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url