এসএসি আইসিটি ৩য় অধ্যায়: আমার শিক্ষায় ইন্টারনেট
SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
৩য় অধ্যায় ➤ প্রথম অধ্যায় কুইজ-3
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য , ছবি ও শব্দকে কী বলে ?
(ক) অ্যানিমেশন (খ) গ্রাফিক্স (গ) ডিজিটাল কনটেন্ট (ঘ) ডিজিটাল টেক্সট
উত্তর: গ
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন:
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
২। ডিজিটাল কনটেন্টকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয় ?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উত্তর: গ
৩। ডিজিটাল কনটেন্ট-এ যুক্ত থাকে -
i. ভিডিও ও অডিও
ii. ছবি ও টেক্স
iii. এনিমেশন
নিচের কোনটি সঠকি ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
উত্তর:ঘ
৪। ডিজিটাল কনটন্টে -এ কোন ধরনের উপকার বেশি থাকে ?
(ক) ছবি (খ) টেক্সট (গ) ভিডিও (ঘ) এনিমেটেড ছবি
উত্তর:খ
৫। শ্বেতপত্র কী ধরনের কননেন্টে ?
(ক) ছবি (খ) এনিমেটেড (গ) ই-বুক (ঘ) টেক্সট
উত্তর: খ
৬। শ্বেতপত্র কী ?
(ক) এনিমেশন (খ) কার্টুন (গ) ব্লগ (ঘ) টেক্সট
উত্তর: ঘ
৭। কার্টুন কী ?
(ক) ছবি (খ) এনিমেশন (গ) ব্লগ (ঘ) ভিডিও
উত্তর: ক
৮। ইন্টারনেট প্রচারিত ওয়েবিনারো কোনটির অন্তর্ভুক্ত ?
(ক) টেক্সট (খ) অডিও (গ) এনিমেশন (ঘ) ভিডিও
উত্তর: খ
৯। ইন্টারনেট কোনো ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কী বলে ?
(ক) লাইভ ভিডিও (খ) লাইভ ব্রডকাস্ট (গ) ভিডিও স্ট্রিমিং (ঘ) লাইভ টেলিকাস্ট
উত্তর: গ
১০। যার কারণে ভিডিও কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা হলো-
i. মোবাইল
ii. ইনফো-গ্রফিক্স
iii. ই-বুক
নিচের কোনটি সঠিক ?
(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
উত্তর:ক
১১। ই-বুক পড়ার জন্য নিচের কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয় ?
(ক) ইমেইল (খ) ভিডিও প্লেয়ার সফটওয়্যার
(গ) ই-বুক রিডার (ঘ) এনিমেশন
উত্তর: গ
১২। নিচের কোনটি ই-বুক রিডার ?
(ক) উইন-৩২ (খ) কিন্ডল (গ) পিডিএফ (ঘ) পাওয়ার পয়েন্ট
উত্তর:খ
১৩। যে বই গুলো কেবল অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে ?
(ক) CYMK (খ) HTML (গ) RGB (ঘ) EPB
উত্তর: খ
১৪। ইন্টারনেটে বই কোন ফরম্যঅটে পাওয়া যায় ?
(ক) ফাইল (খ) টাইপ (গ) PDF (ঘ) ইমেজ
উত্তর: গ
১৫। আয়বুক কোন যন্ত্রে ভালোভাবে পড়া যায় ?
(ক) আইপ্যাড (খ) ক্যালকুলেটর (গ) ফ্যাক্স (ঘ) প্রিন্টার
উত্তর: ক
১৬। Internet -এর পূর্ণরুপ কী ?
(ক) Internet Network (খ) International Network
(গ) Intermix Network (ঘ) Initial Network
উত্তর: খ
১৭। Bandwidth কী ?
(ক) ডাটা পরিমাণ (খ) তথ্য ডাউন লােডের উপায়
(গ) তথ্য অপ লোডের উপায় (ঘ) ডাটা প্রবাহের গতির হার
উত্তর: ঘ
১৮। ইন্টারনেটে কোনো তথ্য দ্রুত খুঁজে পাওয়ার মাধ্যম কী ?
(ক) ফেসবুকে (খ) ই-মেইল (গ) টুইটার (ঘ) সার্চ ইঞ্জিন
উত্তর: ঘ
১৯। ই-বুক হলো -
i. মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ
ii. যে বই ইন্টারনেটে পড়া যায়
iii. অডিও,ভিডিও েএনিমেশন সংযুক্ত বই
নিচের কোনটি সঠকি ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
উত্তর:ঘ
২০। ই-বুককে প্রধানত কয়ভাগে ভাগ করা যায় ?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উত্তর: ঘ
২১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি ?
(ক) কম্পিউটার (খ) টেলিভিশন (গ) ইন্টারনেট (ঘ) মোবাইল
উত্তর: ক
২২। পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে ?
(ক) ওয়েব ডিজাইনিং (খ) গ্রাফিক্স ডিজাইনিং
(গ) প্রোগ্রামিং (ঘ) নেটওয়ারকিং
উত্তর:গ
২৩। কোনটির কর্মক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ?
(ক) ফ্যাক্স (খ) ফ্লপিডিস্ক (গ) টাইপারাইটার (ঘ) ইলেকট্রনিক্স ডিভাইস
উত্তর: ঘ
২৪। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে কী প্রয়োজন ?
(ক) চাকুরি (খ) ধৈর্য্য (গ) আত্মসম্মান (ঘ) অবস্থান
উত্তর: খ
২৫। সফটওয়ার তৈরিকারী প্রতিষ্ঠান-
i. Microsoft
ii. Facebook
iii. Google
নিচের কোনটি সঠকি ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
উত্তর:ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url