এসএসসি আইসিটি অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

প্রথম অধ্যায় ➤  প্রথম অধ্যায় কুইজ-১

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ  

১। আধুনিক পৃথিবীর সম্পদ কোনটি ?

(ক) কম্পিউটার  (খ) ইন্টারনেট   (গ) তথ্য  (ঘ) উপাত্ত 
উত্তর: গ

২।পৃথিবীর সবাই নিচের কোনটিকে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে ?

(ক) কৃষি   (খ) কম্পিউটার  (গ) জ্ঞান  (ঘ) ইন্টারনেট 
উত্তর: গ

৩। একুশ শতকের পৃথিবীর অর্থনীতি কী ধরনের ?

(ক) যান্ত্রিক  (খ) জ্ঞান ভিত্তিক  (গ) প্রাকৃতিক  (ঘ) ব্যক্তিকেন্দ্রিক 
উত্তর: খ

৪। একুশ শতকের সম্পদ হচ্ছে--

i,  জ্ঞান
ii, খনিজ সম্পদ
 নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii   (খ) i ও iii  (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii 
উত্তর: ক

৫। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি ?

(ক) সামাজিকতা     (খ) আন্তর্জাতিকতা  
(গ) সাম্প্রদায়িকতা  (ঘ) নৈতিকতা 
উত্তর: খ

৬। Globalization ' এবং  Internationalization' বিষয় দুটি ত্বারান্বিত হওয়ার পেছনের কারণ কোনটি ?

(ক) খনিজ সম্পদ  
(খ) শিল্প  
(গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  
(ঘ) বাণিজ্য 
উত্তর: গ

৭। শিল্প বিল্পব কবে সংগঠিত হয়েছিল ?

(ক) অষ্টাদশ শতাদ্বীর শুরুতে  
(খ)উনবিংশ শতাদ্বীর শুরুতে  
(গ) অষ্টাদশ থেকে উনবিংশ শতাদ্বীতে  
(ঘ) অষ্টাদশ শতাদ্বীর শেষে 
উত্তর: গ

৮। নিচের কোনটি একবিংশ শতাদ্বীর প্রয়োজনীয় দক্ষতা ?

(ক) সত্যবাদিতা   
(খ) মানুষের উপকার করা  
(গ) সৃজনশীলতা  
(ঘ) পারস্পারিক অসহযোগিতা 
উত্তর: গ

৯। মানুষ বেচে থাকার জন্য সবচেয়ে সুনির্দিষ্ট দক্ষতা কোনটি ?

(ক) যোগাযোগ  (খ) সুনাগরিকত্ব  
(গ) বিশ্লেষণী চিন্তন  (ঘ) তথ্য প্রযুক্তি 
উত্তর: ঘ

১০। একুশ শতকে টিকে থাকতে হলে নিচের কোনটি থাকতে হবে ?

(ক) আইসিটির প্রাথমিক জ্ঞান  
(খ) তথ্য বিশ্লেষণ দক্ষতা  
(গ) জ্ঞান                                    
(ঘ) যোগাযোগ দক্ষতা 
উত্তর: ক

১১। আধুনিক কম্পিউটারের জনক কে ?

(ক) অ্যাডা লাভলেস 
 (খ) মার্ক জুকারবার্গ  
(গ) চার্লস ভ্যাবেজ    
 (ঘ) স্টিভ জবস
উত্তর: গ

১২। চার্লস ব্যাবেজ কতসালে জন্মগ্রহণ করেন ?

(ক) ১৭৯০  
(খ) ১৭৯১ 
(গ) ১৭৯২  
(ঘ) ১৭৯৩
উত্তর: খ

১৩। ডিফারেন্স ইন্জিন ও এনালিটিক্যাল ইন্জিন কে তৈরি করেন ?

(ক) চার্লাস ব্যাবেজ 
(খ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েব 
(গ) স্টিভ জবস       
(ঘ) মার্ক জুকারবার্গ
 উত্তর: ক

১৪। চার্লস ব্যাবেজ কত সালে এনালিটিক্যাল ইন্জিল তৈরির পরিকল্পনা  করেন ?

(ক) ১৭৮৬ সালে 
(খ) ১৮১২ সালে  
(গ) ১৮৩৩ সালে  
(ঘ) ১৮৭১ সালে
উত্তর:  গ

১৫। চার্লস ব্যাবেজ নিচের কোন যন্ত্রটি তৈরি করে ?

(ক) রোবট  
(খ) এনালিটিক্যাল ইন্জিন 
 (গ) প্রিন্টার 
 (ঘ)ওএমআর
উত্তর:  খ

১৬। বিশ্বের প্রথম প্রোগ্রামার কে ?

(ক) চার্লাস ব্যাবেজ 
(খ) অ্যাডা লভলেস  
(গ) স্টিভ জবস  
 (ঘ) মার্ক জুকারবার্গ
উত্তর: খ

১৭। প্রোগ্রামিং ধারণার প্রর্বতক কে ?

(ক) অ্যাডা লাভলেস 
(খ) চার্লাস ব্যাবেজ 
(গ) বিল গেটস 
(ঘ) মার্ক জুকারবার্গ
উত্তর: ক

১৮। কত সালে ব্যাবেজ তুনির বিশ্ববিদ্যালয়ে তার ইন্জিন সম্পর্কে বক্তব দেন ?

(ক) ১৮৪২  (খ) ১৮৫২ 
(গ) ১৮৩৩ (ঘ) ১৮২২
উত্তর: ক

১৯। অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণা কে প্রথম প্রকাশ করেন ?

(ক) চার্লাস ব্যাবেজ 
(খ) অ্যাডা লাভলেস 
(গ) জগদীশ চন্দ্র বসু  
(ঘ) বিল গেটস
উত্তর: খ

২০। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে জন্মগ্রহণ করেন ?

(ক) ১৮৩০ 
(খ) ১৮৩১  
(গ) ১৮৩২  
(ঘ) ১৮৩৩
উত্তর: খ

২১। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কে ?

(ক)চার্লস ব্যাবেজ 
(খ) স্টিভ জবস 
(গ)  জগদীশ চন্দ্র বসু 
(ঘ) অ্যাডা লাভলেস
উত্তর: গ

২২। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কোন ধরণের তরঙ্গ ব্যাবহার করে বিনা তারে বার্তা প্রেরণে সক্ষম হন ?

(ক) বেতার  
(খ) অতিবেগুনী 
(গ) অবলোহিত  
(ঘ) অতিক্ষদ্র
উত্তর: ঘ

২৩। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয় ?

(ক) ১৯৬৫ (খ) ১৯৭১  (গ) ১৯৭৯ (ঘ) ২০০৯
উত্তর: খ

২৪। ই-মেইল সিস্টেম কে প্রথম চালু করেন ?

(ক) মার্কনি 
(খ) ম্যাক্সওয়েল  
(গ) বিল গেটস  
(ঘ) রেমন্ড টমলিনসন
উত্তর: ঘ

২৫। কত সালে  ই-মেইল সিস্টেম চালু হয় ?

(ক) ১৯৭০  
(খ) ১৯৭১  
(গ) ১৯৭২  
(ঘ) ১৯৭৩
উত্তর: খ



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url