এসএসসি আইসিটি অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
প্রথম অধ্যায় ➤ প্রথম অধ্যায় কুইজ-১
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
১। আধুনিক পৃথিবীর সম্পদ কোনটি ?
(ক) কম্পিউটার (খ) ইন্টারনেট (গ) তথ্য (ঘ) উপাত্ত
উত্তর: গ
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন:
২।পৃথিবীর সবাই নিচের কোনটিকে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে ?
(ক) কৃষি (খ) কম্পিউটার (গ) জ্ঞান (ঘ) ইন্টারনেট
উত্তর: গ
৩। একুশ শতকের পৃথিবীর অর্থনীতি কী ধরনের ?
(ক) যান্ত্রিক (খ) জ্ঞান ভিত্তিক (গ) প্রাকৃতিক (ঘ) ব্যক্তিকেন্দ্রিক
উত্তর: খ
৪। একুশ শতকের সম্পদ হচ্ছে--
i, জ্ঞান
ii, খনিজ সম্পদ
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ক
৫। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি ?
(ক) সামাজিকতা (খ) আন্তর্জাতিকতা
(গ) সাম্প্রদায়িকতা (ঘ) নৈতিকতা
উত্তর: খ
৬। Globalization ' এবং Internationalization' বিষয় দুটি ত্বারান্বিত হওয়ার পেছনের কারণ কোনটি ?
(ক) খনিজ সম্পদ
(খ) শিল্প
(গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(ঘ) বাণিজ্য
উত্তর: গ
৭। শিল্প বিল্পব কবে সংগঠিত হয়েছিল ?
(ক) অষ্টাদশ শতাদ্বীর শুরুতে
(খ)উনবিংশ শতাদ্বীর শুরুতে
(গ) অষ্টাদশ থেকে উনবিংশ শতাদ্বীতে
(ঘ) অষ্টাদশ শতাদ্বীর শেষে
উত্তর: গ
৮। নিচের কোনটি একবিংশ শতাদ্বীর প্রয়োজনীয় দক্ষতা ?
(ক) সত্যবাদিতা
(খ) মানুষের উপকার করা
(গ) সৃজনশীলতা
(ঘ) পারস্পারিক অসহযোগিতা
উত্তর: গ
৯। মানুষ বেচে থাকার জন্য সবচেয়ে সুনির্দিষ্ট দক্ষতা কোনটি ?
(ক) যোগাযোগ (খ) সুনাগরিকত্ব
(গ) বিশ্লেষণী চিন্তন (ঘ) তথ্য প্রযুক্তি
উত্তর: ঘ
১০। একুশ শতকে টিকে থাকতে হলে নিচের কোনটি থাকতে হবে ?
(ক) আইসিটির প্রাথমিক জ্ঞান
(খ) তথ্য বিশ্লেষণ দক্ষতা
(গ) জ্ঞান
(ঘ) যোগাযোগ দক্ষতা
উত্তর: ক
১১। আধুনিক কম্পিউটারের জনক কে ?
(ক) অ্যাডা লাভলেস
(খ) মার্ক জুকারবার্গ
(গ) চার্লস ভ্যাবেজ
(ঘ) স্টিভ জবস
উত্তর: গ
১২। চার্লস ব্যাবেজ কতসালে জন্মগ্রহণ করেন ?
(ক) ১৭৯০
(খ) ১৭৯১
(গ) ১৭৯২
(ঘ) ১৭৯৩
উত্তর: খ
১৩। ডিফারেন্স ইন্জিন ও এনালিটিক্যাল ইন্জিন কে তৈরি করেন ?
(ক) চার্লাস ব্যাবেজ
(খ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েব
(গ) স্টিভ জবস
(ঘ) মার্ক জুকারবার্গ
উত্তর: ক
১৪। চার্লস ব্যাবেজ কত সালে এনালিটিক্যাল ইন্জিল তৈরির পরিকল্পনা করেন ?
(ক) ১৭৮৬ সালে
(খ) ১৮১২ সালে
(গ) ১৮৩৩ সালে
(ঘ) ১৮৭১ সালে
উত্তর: গ
১৫। চার্লস ব্যাবেজ নিচের কোন যন্ত্রটি তৈরি করে ?
(ক) রোবট
(খ) এনালিটিক্যাল ইন্জিন
(গ) প্রিন্টার
(ঘ)ওএমআর
উত্তর: খ
১৬। বিশ্বের প্রথম প্রোগ্রামার কে ?
(ক) চার্লাস ব্যাবেজ
(খ) অ্যাডা লভলেস
(গ) স্টিভ জবস
(ঘ) মার্ক জুকারবার্গ
উত্তর: খ
১৭। প্রোগ্রামিং ধারণার প্রর্বতক কে ?
(ক) অ্যাডা লাভলেস
(খ) চার্লাস ব্যাবেজ
(গ) বিল গেটস
(ঘ) মার্ক জুকারবার্গ
উত্তর: ক
১৮। কত সালে ব্যাবেজ তুনির বিশ্ববিদ্যালয়ে তার ইন্জিন সম্পর্কে বক্তব দেন ?
(ক) ১৮৪২ (খ) ১৮৫২
(গ) ১৮৩৩ (ঘ) ১৮২২
উত্তর: ক
১৯। অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণা কে প্রথম প্রকাশ করেন ?
(ক) চার্লাস ব্যাবেজ
(খ) অ্যাডা লাভলেস
(গ) জগদীশ চন্দ্র বসু
(ঘ) বিল গেটস
উত্তর: খ
২০। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে জন্মগ্রহণ করেন ?
(ক) ১৮৩০
(খ) ১৮৩১
(গ) ১৮৩২
(ঘ) ১৮৩৩
উত্তর: খ
২১। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কে ?
(ক)চার্লস ব্যাবেজ
(খ) স্টিভ জবস
(গ) জগদীশ চন্দ্র বসু
(ঘ) অ্যাডা লাভলেস
উত্তর: গ
২২। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কোন ধরণের তরঙ্গ ব্যাবহার করে বিনা তারে বার্তা প্রেরণে সক্ষম হন ?
(ক) বেতার
(খ) অতিবেগুনী
(গ) অবলোহিত
(ঘ) অতিক্ষদ্র
উত্তর: ঘ
২৩। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয় ?
(ক) ১৯৬৫ (খ) ১৯৭১ (গ) ১৯৭৯ (ঘ) ২০০৯
উত্তর: খ
২৪। ই-মেইল সিস্টেম কে প্রথম চালু করেন ?
(ক) মার্কনি
(খ) ম্যাক্সওয়েল
(গ) বিল গেটস
(ঘ) রেমন্ড টমলিনসন
উত্তর: ঘ
২৫। কত সালে ই-মেইল সিস্টেম চালু হয় ?
(ক) ১৯৭০
(খ) ১৯৭১
(গ) ১৯৭২
(ঘ) ১৯৭৩
উত্তর: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url