এসএসসি রসায়ন ৫ম অধ্যায় রাসায়নিক বন্ধন

 

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

১। F ও Cl এর যোজ্যতা ইলেকট্রন কয়টি ?

(ক) 1     (খ) 2   (গ) 7    (ঘ) 6 
 উত্তর:  গ

২। কোন নিষ্ক্রিয় গ্যাসের ২টি যোজ্যতা ইলেকট্রন আছে ?

(ক) He     (খ) Ne     (গ) Xe    (ঘ) Rn
উত্তর: ক

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

৩। অক্রিজেনের যোজ্যতা ইলেকট্রন কতটি ?

(ক) 2   (খ) 4   (গ) 6   (ঘ) 8
উত্তর: গ

৪। ফসফরাসের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত ?

(ক) 1      (খ) 3      (গ) 2      (ঘ) 5
উত্তর: ঘ

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

৫। SeF যোগটিতে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত ?

(ক) 48     (খ) 36      (গ) 25    (ঘ) 44
উত্তর:ক

৬। 20 পারমানণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের যোজ্যতা ইলেকট্রন কত ?

(ক) 1    (খ) 2    (গ)3    (ঘ) 4
উত্তর:খ

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

৭। কোটির যোজনী ও যোজনী ইলেকট্রন ভিন্ন ?

(ক) অক্রিজেন     (খ) ম্যাগনেসিয়াম   (গ) অ্যালুমিনিয়াম    (ঘ) হাইড্রোজেন
উত্তর:ক

৮। 20^X নমুনাটি--

i. প্রকৃতপক্ষে ধাতু  
ii. পর্যায় সারনিতে গ্রুপ-13 এ অবস্থত 
iii. এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 2
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii    (খ) i ও iii   (গ) ii ও iii  (ঘ) i,ii ও iii   
উত্তর: খ

৯। P = Is ^2 2s ^2p^6 3s^2 3p^6 3d^10 4s^2 4p^6 এই ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায় -

i.pমৌলটি Xe
ii.যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা 8
iii.মৌলটি রাসায়নিকভাবে নিষ্ক্রয়
নিচের কোনটি সঠিক ?
(ক) iও ii  (খ) iও iii    (গ) ii ও iii   (ঘ) i.ii ও iii
উত্তর: গ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

১০। Ne,Ra গ্যাস প্রকৃতিতে --

i. এর পরমাণুক রূপে থাকে    iii.স্বাধীন অবস্থায় থাকে
ii. দ্বি-পরমাণুক রুপে থাকে   
 নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii  (খ) i ও iii    (গ)ii ও iii  (ঘ) i ii ও iii      
উত্তর: খ   

১১। SO2 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত ?

(ক) 0    (খ) 3   (গ) 2    (ঘ) 4
উত্তর: গ

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১২। কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে ?

(ক) O     (খ) Na    (গ) P   (ঘ) F
উত্তর: গ    

১৩। BN এর নাইট্রোজনের যোজনী কত ?

(খ) 5   (খ) 4    (গ) 3  (ঘ) 1 
উত্তর: গ

IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৪। একটি মৌল অক্রিজেনের তিনটি পরমাণুর সাথে যুক্ত থাকলে ঐ মৌলটির যোজনী কত ?

(ক) ২       (খ) ৩      (গ) ৪      (ঘ) ৬  
উত্তর: ঘ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)

১৫। কোন মৌরটির  যোজনী শূন্য ?

(ক) Na    (খ) Ni   (গ) K     (ঘ) Kr
উত্তর: ঘ

কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

 ১৬। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত ?

(ক) 0    (খ) 1     (গ) 2     (ঘ) 3 
উত্তর: ক

১৭। নিচের কোনটি যোজন 2 ?

(ক) Na    (খ) F     (গ) Ca     (ঘ) K
উত্তর: গ

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৮। PCI3 যৌগে ফসফরাসের সুপ্ত ও সক্রিয় যোজনী যথাক্রমে--

(ক) 3,2     (খ) 3,5    (গ) 2,3    (ঘ) 0,5
উত্তর: গ

কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৯। পটাসিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের যোজনী কত ?

(ক) -6    (খ) -7    (গ) 6  (ঘ) 7
উত্তর: ঘ

২০। কোন মৌল দুটির যোজনী একই হবে ?

(ক) Ca,zN    (খ) aL,cU    (গ) Si,Na      (ঘ) N,Cl
উত্তর: ক

২১। B এর যোজনী কত ?

(ক) 3    (খ) 1    (গ) 2  (ঘ) 5
উত্তর: ক

২২। কোনটির যোজনী শূন্য হবে ?

(ক) Ni     (খ) Na    (গ) Cl      (ঘ) Ne
উত্তর: ঘ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১  প্রশ্নপত্রসহ উত্তর  (Commerce)

২৩। কোন মৌল জোড়ের পরিবর্তনশিল যোজ্যতা আছে ?

(ক) Mg, Au    (খ) Sn, F  (গ) Al, P    (ঘ) Fe, Hg
উত্তর: ঘ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

২৪। আয়রণের মিশ্র অক্রাইডে আয়রনের যোজনী কত ?

(ক) 2   (খ) 3    (গ) 3, 4   (ঘ) 2, 3 
উত্তর: ঘ

অন্যান্য বিষয় সমূহ:

২৫। সারফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে কারণ,এটি --

(ক) একটি অধাতু   
(খ) অক্রিজিনের সাথে যোগ গঠন করে 
(গ) যৌগ Ar এর ইলেকট্রনিক কাঠামো অর্জন করে 
(ঘ) b অরবিটালের পুনঃবিন্যাস প্রদর্শন করে 
উত্তর: ঘ           

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 


                                                                                                                   

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url