এস এস সি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ
ভিডিও ক্লাস: ১ম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ MCQ Part-3
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। পদার্থের অভিজাত্য এককের নাম এটম দেন কে?
(ক) পিথাগোরাস (খ) ডেম্রোক্রিটাস
(গ) ইবনে সিনা (ঘ) আল হাজেন উত্তর: খ
২। কে সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন?
(ক) থেলিস (খ) ডেমোক্রিটাস
(গ) এরিস্টটল (ঘ) আরিস্তারাকস উত্তর: ক
৩। আলোকবিজ্ঞানের স্থপতি হিসেবে নিচের কোন নামটি বিবেচনা করা হয়?
(ক) নিউটন (খ) ওমর খৈয়াম
(গ) ইবনে আল হাইয়াম (ঘ) আল খোয়ারিজমি উত্তর: গ
৩। কে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন?
(ক) কোপার্নিকাস (খ) থেলিস
(গ) আর্যভট্ট (ঘ) রাদারফোর্ড উত্তর: ক
৪। সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কে?
(ক) নিউটন (খ) গ্যালিলিও
(গ) ম্যাক্সওয়েল (ঘ) ফ্যারাডে উত্তর: খ
৫। কে প্রমাণ করেন যে তাপ এক ধরনের শক্তি?
(ক) জুল (খ) নিউটন
(গ) কাউন্ট রামফোর্ড (ঘ) রাদারফোর্ড উত্তর: গ
৬। পরীক্ষামূলক বৈজ্ঞানিক প্রবক্তা কে?
(ক) থেলিস (খ) কেপলার
(গ) রজার বেকন (ঘ) হাইগেন উত্তর: গ
৭। আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
(ক) ম্যাক্স প্লাঙ্ক (খ) আলবার্ট আইনস্টাইন
(গ) রাদারফোর্ড (ঘ) গ্যালিলিও উত্তর:খ
৮। রেডিয়ামের আবিষ্কারক কে?
(ক) রন্টজেন (খ) ম্যাক্স প্লাঙ্ক
(গ) পিয়ারে কুরি (ঘ) আল হাইয়ান উত্তর:গ
৯। কে দেখেছিলেন, বিশ্বব্রহ্মান্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে?
(ক) ডিরাক (খ) হাবল
(গ) বেকেলরল (ঘ) রন্টজেন উত্তর: খ
১০। নিচের কোনটি মৌলিক রাশি নয়?
(ক) ভর (খ) তাপ
(গ) তড়িৎ প্রবাহ (ঘ) পদার্থের পরিমাণ উত্তর: খ
১১। নিচের কোনটি অন্য রাশির উপর নির্ভরশীল?
(ক) তাপমাত্রা (খ) ওজন
(গ) বৈদ্যুতিক প্রবাহ (ঘ) দীপন তীব্রতা উত্তর: খ
১২। কোনটি লব্ধ রাশি?
(ক) দৈর্ঘ্য (খ) ভর
(গ) সময় (ঘ) বল উত্তর: ঘ
১৩। কোনটি মৌলিক একক?
(ক) জুল (খ) নিউটন
(গ) ক্যান্ডেলা (ঘ) প্যাসকেল উত্তর: গ
১৪। কোনটি সবচেয়ে ছোট একক?
(ক) মাইক্রোমিটার (খ) ন্যানোমিটার
(গ) পিকোমিটার (ঘ) ফেমটোমিটার উত্তর: ঘ
১৫। স্ক্রু- গজের স্ক্রুয়ের সরণকে কি বলে?
(ক) যান্ত্রিক ত্রুটি (খ) লঘিষ্ঠ গণন
(গ) ভার্নিয়ার ধ্রুবক (ঘ) পিচ উত্তর: ঘ
১৬। প্রধান স্কেলের পাঠ 12mm , ভার্নিয়ার সমপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.10mm হলে পাঠ কত?
(ক) 1.27mm (খ) 12.7mm
(গ) 1.27cm (ঘ) 1.29cm উত্তর:গ
১৭। যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত
(ক) 0.01mm (খ) 0.1mm
(গ) ) 0.01cm (ঘ) ) 0.1cm উত্তর:খ
১৮। কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়?
(ক) মিটার স্কেল (খ) ভার্নিয়ার স্কেল
(গ) স্লাইড ক্যালিপার্স (ঘ) ডিজিটাল স্লাইড ক্যালিপার্স উত্তর:ঘ
১৯। নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
(ক) মিটার স্কেল (খ) স্ক্রু গজ
(গ) স্লাউড ক্যালিপার্স (ঘ) ভার্নিয়ার স্কেল উত্তর:খ
২০। একটি বস্তুর জন্য স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল পাঠ 7cm ভার্নিয়ার পাঠ 5 এবং ভার্নিয়ার ধ্রুবক
0.1mm হলে বস্তুর দৈর্ঘ্য কত?
(ক) 7.5cm (খ) 7.05cm
(গ) 7.51cm (ঘ) 0.75cm উত্তর: খ
২১। ক্যালকুলাস আবিষ্কার করেন কে?
(ক) নিউটন (খ) গ্যালিলিও
(গ) ম্যাক্সওয়েল (ঘ) ফ্যারাডে উত্তর: ক
২২। বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন কে?
(ক) নিউটন (খ) গ্যালিলিও
(গ) রোমার (ঘ) ফ্যারাডে উত্তর: গ
২৩। আল জাবির বইটি কার লেখা?
(ক) ইবনে হাইয়াম (খ) পিথাগোরাস
(গ) আল খোয়ারিজমি (ঘ) শেন কুয়ো উত্তর:গ
২৪। নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে পরমাণুর ব্যাসার্ধ কতগুণ বড়?
(ক) প্রায় এক লক্ষ (খ) প্রায় দুই লক্ষ
(গ) প্রায় তিন লক্ষ (ঘ) প্রায় চার লক্ষ উত্তর:ক
২৫। যে নির্দিষ্ট বস্তুটির ভরকে এক কিলোগ্রাম ধরা হয় তার ব্যাস কত?
(ক) 9.3cm (খ) 3.6cm
(গ) 6.3cm (ঘ) 3.9cm উত্তর:ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url