এস এস সি পদার্থবিজ্ঞান অধ্যায় - ৮ আলোর প্রতিফলন
ভিডিও ক্লাস: এস এস সি অধ্যায় - ৮ আলোর প্রতিফলন MCQ Part-7
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় ?
(ক) আইরিশ (খ) রেটিনা (গ) শ্বেতমন্ডল (ঘ) কর্ণিয়া
উত্তর: খ
২। কোন আলোর তরঙ্গদৈর্ঘ্যসবচেয়ে কম ?
(ক) লাল (খ) নীল (গ) বেগুনি (ঘ) হলুদ
উত্তর: গ
৩। আলো হচ্ছে--
(ক) অনুদৈর্ঘ্য তরঙ্গ (খ) বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ
(গ) অনুপ্রস্থ তরঙ্গ (ঘ) যান্ত্রিক তরঙ্গ
উত্তর: খ
৪। আলোর প্রধান প্রধান ধর্ম কোয়টি
(ক) 5 (খ) 6 (গ) 7 (ঘ) 8
উত্তর: খ
৫। নিচের কোনটি দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ধ্য ?
(ক) 300 nm-700 nm (খ) 400 nm-700 nm
(গ) 300 μm-700 μm (ঘ) 400μm-700μm
উত্তর: খ
৬। দৃশ্যমান আলোতে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য বিদ্যমান ?
(ক) লাল (খ) সবুজ (গ) বেগুনি (ঘ) সব কয়টি
উত্তর: ঘ
৭। কোনটি সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন নেই ?
(ক) আলো (খ) শব্দ (গ) ঢেউ (ঘ) যান্ত্রিক তরঙ্গ
উত্তর: ক
৮। আলোর বাধাপ্রাপ্ত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনা কোনটি ?
(ক) প্রতিসরণ (খ) প্রতিফলণ (গ) অপবর্তন (ঘ) বিচ্ছুরণ
উত্তর: খ
৯। কোন মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমের প্রায় সোমান ?
(ক) কঠিন (খ) তরল (গ) যেকোনো গ্যাসীয় (ঘ) বায়ু
উত্তর: ঘ
১০। আলোর প্রতিফলনের সূত্র কোয়টি ?
(ক) ১ টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি
উত্তর: খ
১১। দর্পণে কোন ঘটনাটি ঘটে ?
(ক) প্রতিসরণ (খ) প্রতিফলন (গ) ব্যতিচার (ঘ) সমাবর্তন
উত্তর: খ
১২। সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান-বাম অবিকৃত রাখতে হলে দুটি
আয়নাকে কত কোণে রাখতে হবে ?
(ক) 30 o (খ) 45 o (গ) 60 o (ঘ) 90 o
উত্তর: ঘ
১৩। একটি লাল গোলাপকে কোন দর্পণের সামনে কত ডিগ্রী কোণে
স্থাপন করলে সবচেয়ে বেশি উজ্জল দেখাবে ?
(ক) 30 o (খ) 45 o (গ) 60 o (ঘ) 75 o
উত্তর: ঘ
১৪। একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 10 cm হলে ফোকাস দূরুত্ব
কত সে.মি. (cm) হবে ?
(ক) +20 (খ) +5 (গ) -5 (ঘ) -20
উত্তর: গ
১৫। একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর তা-
(ক) অপসারী গুচ্ছে পরিণত হয়
(খ) অভিসারী গুচ্ছে পরিণত হয়
(গ) সমান্তরাল থাকে
(ঘ) পরস্পর বিক্ষিপ্ত হয়ে যায়
উত্তর: খ
১৬। চামচের ভেতরের দিকে আঙুল ধরলে প্রতিবিম্বটি কীরুপ দেখাবে ?
(ক) সোজা ও বড় (খ) সোজা ও ছোট
(গ) উল্টো ও বড় (ঘ) উল্টো ও ছোট
উত্তর: ঘ
১৭। কোনটির ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিব্দুকে বলা হয়
দর্পণের মেরু ?
(ক) উত্তল দর্পণ (খ) অবতল দর্পণ
(গ) সমতল দর্পণ (ঘ) গোলীয় দর্পণ
উত্তর: খ
১৮। কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয় ?
(ক) সমতল (খ) অবতল (গ) উত্তল (ঘ) সমতল উত্তল
উত্তর: খ
১৯। অবতল দর্পণের ফোকাস দূরুত্ব কীরুপ হয় ?
(ক) অবাস্তব (খ) ঝনাত্মক (গ) ধনাত্মক (ঘ) ভগ্নাংশ
উত্তর: গ
২০।উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয় ?
(ক) গাড়িতে (খ) টর্চ লাইটে (গ) সৌর চুল্লিতে (ঘ) রাডারে
উত্তর: ক
২১। উল্টো বর্ণমালা তৈরি করে চোখ পরীক্ষা করা হয় কোন দর্পণ দিয়ে ?
(ক) উত্তল দর্পণ (খ) সমতল দর্পণ
(গ) অবতল দর্পণ (ঘ) অভিসারী দর্পণ
উত্তর:খ
২২। নিচের কোনটিকে ওভারহেড প্রজেক্টর তৈরিতে ব্যবহার করা হয় ?
(ক) উত্তল লেন্স (খ) উত্তল দর্পণ
(গ) অবতল দর্পণ (ঘ) সমতল দর্পণ
উত্তর: ঘ
২৩।নাটক, চলচ্চিত্র-এর স্যুটিং এর সময় কোনটি দিয়ে আলো প্রতিফলিত
করে কোনো স্থানের ঔজ্জ্বল্য বৃদ্ধি করা হয় ?
(ক) অবতল দর্পণ (খ) উত্তল লেন্স
(গ) সমতল দর্পণ (ঘ) গোলীয় দর্পণ
উত্তর: গ
২৪। পেছনের যানবাহন দেখার জন্য গাড়িতে ব্যবহৃত দর্পণে কীরুপ
প্রতিবিম্ব গঠিত হয় ?
(ক) বস্তিব ও খর্বিত (খ) অবাস্তব ও খর্বিত
(গ) অবাস্তব ও বিবর্ধিত (ঘ) সোজা ও বিবর্ধিত
উত্তর: খ
২৫। যনবাহনের পিছনে যে দর্পণটি ব্যবহার করা হয় তাতে নিচের
কোন বিম্বটি সৃষ্টি হয় ?
(ক) সদ বিম্ব
(খ) অসদ বিম্ব
(গ) সদ ও অসদ উভয় বিম্ব
(ঘ) বস্তু অপেক্ষা বড় বিম্ব
উত্তর: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url