এসএসসি রসায়ন ১ম অধ্যায় রসায়সের ধারনা

 


ভিডিও ক্লাস: ১ম  অধ্যায় রসায়সের ধারনা MCQ Part-1

১. আধুনিক রসায়নের জনক বলা হয় বিজ্ঞানীকে ? 

(ক) জন ডাল্টন                   
(খ) রবার্ট বয়েল  
(গ) অ্যান্টনি ল্যাভয়সিয়ে    
(ঘ) নিলস্ বোর     
    ‍উত্তরঃ গ

২. মানবসভ্যতার ইতিহাসে প্রথম ব্যবহৃত ধাতু কোনটি ?

(ক) টিন       
(খ) ব্রোজ্ঞ   
(গ) সসিা   
(ঘ) সোনা          
  উত্তরঃ ঘ

৩.কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে বোঞ্জ তৈরি করা হয়?

(ক)  লোহা      
(খ)  জিংক  
 (গ)  টিন        
(ঘ)  লেড         
  উত্তরঃ  (গ)

৪. কোন ধাতুর আবিষ্কার মাসব সভ্যতার অগ্রগতিতে ভূমিকা রাখে ?

 (ক) ব্রোঞ্জ     
 (খ) টিন   
 (গ) সোনা     
(ঘ) তামা           
    উত্তরঃ ক

৫. অ্যাটমের ধারোণা  দেন কে ?

 (ক) অ্যারিস্টটল   
 (খ) ডেমোক্রিটাস   
 (গ) ডাল্টন            
(ঘ) ল্যাভয়সিয়ে     
   উত্তরঃ খ

৬. মধ্যযুগীয় আরব রসায়ন গবেষকদের কী বলা হতো ?

  (ক) আলকেমিস্ট   
  (খ) আলকেমি  
  (গ) কিমিয়া           
   (ঘ) আল- কারিয়া       
 উত্তরঃ ক

৭. কাচা আমে থাকে ?

(ক) অক্রালিক েএসিড      
(খ) ফরমিক এসিড    
 (গ) সাক্রিনিক এসিড     
 (ঘ) এসিটিক এসিড   
  উত্তরঃগ

৮. ফল পাকলে কি ধরণের পরিবর্তন ঘটে ?

 (ক) সালোকসংশ্লেষণ   
 (খ) রাসায়নিক   
 (গ) দহন                   
 (ঘ) ধাতব      
 উত্তরঃ খ

৯. কাচা আম টক কিন্তু পাকা আম মিস্টি কেন ?

(ক) আমের অভ্যন্তরে শর্করার মাত্রা হ্রাস পায়                                                                                        
(খ) আমের অভ্যন্তরে জটিল রসায়নিক প্রক্রিয়ায় েইথাইন  উৎপন্ন হয়
(গ) আমের অভ্যন্তরে মিস্টি শর্করা উৎপন্ন হয়
(ঘ) আমে বিদ্যমান জৈব এসিড অপরিবর্তিত থাকে            
    উত্তরঃ গ

১০. নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষত হতে পারে ?

 (ক) ফ্লোরিন     
(খ) ক্লোরিন 
(গ) ব্রোমিন     
  (ঘ) আয়োডন
উত্তর:খ

১১. কোনটি দাহ্য পদার্থ ?

ক. টিএন টি     
 খ. নাইট্রাস অক্রাইড
গ. বেনজিন       
 গ. ইথার 
উত্তর : ঘ 

১২. কেনটি বিষাক্ত পদার্থ ?

ক. টিএন টি     
 খ. নাইট্রাস অক্রাইড
গ. বেনজিন       
 গ. ইথার 
উত্তর : গ

১৩. জারক গ্যাস নির্দেশক সাংকেতিক চিহ্ন কোনটি ?

ক. আগুনের শিখা    
খ. বৃত্তর উপর আগুনের শিখা
গ. ট্রিফয়েল             
ঘ. বিপদজনক 
উত্তর : খ

১৪ . Globally Harmonized system কী ?

ক. সার্বজনিন নিয়ম    
 খ. পুনরুদ্ধার পদ্ধতি 
গ. ঝুঁকির মাত্রা নির্ণয় পদ্ধতি
ঘ. রাসায়নিক দ্রব্যের গুণগণ মান নির্ণয় পদ্ধতি 
উত্তর: ক 

১৫. স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ নয় নিচের কোনটি? 

ক. বেনজিন    
খ. টি এন টি 
গ.টলুইন       
ঘ. জাইলিন
উত্তর :খ

 ১৬. উত্তেজক পদার্থ --

 i. NO

ii. N2O

iii. NaOH

নিচের কোনটি সঠিক?

ক.   i ও ii

খ.   ii

গ.  ii  ও  iii 

ঘ .  i , ii ও  iii

উত্তর : গ

১৭.  নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ ?

ক. ইউরেনিয়াম     
খ.   হাইড্রোক্লোরিক এসিড 
গ.  নাইট্রাস            
ঘ.  বেনজিন 
উত্তর:  ক

১৮. বিজ্ঞানের লক্ষ কোনটি ?

ক.  মানব জাতির কল্যাণ সাধন করা  ।
খ.  অর্থ উপার্জন করা ।
গ. শিক্ষাগত ডিগ্রী অর্জন করা ।
ঘ. গবেষকদের পদোন্নতি করা ।
উত্তর :  ক

১৯. নিচের কোনটি বিস্ফোরক দ্রব্য ?

ক. জৈব পারঅক্রাৈইড 
খ. অ্যালকোহল
গ.পেট্রোলিয়াম
ঘ. ক্লোরিন 
উত্তর : ক

২০.রসায়নে অনুসন্ধান ও গবেষনার ধাপ কয়টি ?

ক. ৫টি                 
খ. ৬ টি
গ. ৭ টি                
 ঘ. ৮ টি
উত্তর : খ

২১.  রসায়নে গবেষনার প্রক্রিয়ার ৪র্থ  ধাপ কোনটি ?

ক. বিষয়বস্তু নির্ধারন 
খ. পরীক্ষা প্রণালী নির্ধারণ
গ. পরীক্ষণ
ঘ. তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষন 

উত্তর : গ

২২.কোনটি পাঠের মাধ্যমে রাসায়নিক পদার্থের বিভিন্ন ক্ষতিকারক দিক ও ঝুঁকি সম্পর্কে জ্ঞান অর্জন  করা যায় ?

ক.  পদার্থবিজ্ঞান
খ.  রসায়ন
গ.  ভূতত্ত্ববিজ্ঞান
ঘ.  পরিবেশ বিজ্ঞান 
উত্তর : খ

২৩. কোনটি উত্তেজক পদার্থ ? 

ক.  নাইট্রাস অক্রাইড    
 খ.  মিথানল
গ. ইথার                           
গ.  বেনজিন
উত্তর :  ক  

২৪.  কোনটি  বিষাক্ত পদার্থ ?

ক.  টি. এন.টি                 
খ. বেনজিন
গ.  ইথার                      
ঘ. ইথানল  
উত্তর :  খ  

২৫.  স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ নয় নিচের কোনটি ?

ক.  বেনজিন                  
খ.   টি. এন.টি   
গ. টলুইন                       
ঘ.  জাইলিন 
উত্তর : খ    





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url