এইচএস সি ICT ৫ম অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট
এইচএস সি ICT ৫ম অধ্যায় প্রোগ্রামিং ভাষা
পেজ সূচীপত্র:
কিভাবে প্রশ্ন করা হয়/কিভাবে প্রশ্ন আসে
বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম কর
অথবা,
Algorithm and flowchart for finding area of circle and C program
অথবা,
বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম কর
অথবা,
বৃত্তের ক্ষেত্রফল ফ্লোচার্ট নির্ণয় কর,
অথবা,
বৃত্তের ক্ষেত্রফল লিথ ও প্রমাণ কর
অথবা,
ফ্লোচার্ট কর বৃত্তের ক্ষেত্রফল
অথবা,
অ্যালগরিদম কর বৃত্তের ক্ষেত্রফল
অথবা,
C program,Flowchart,flowchart
অথবা,
বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট
বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম
#include<stdio.h>
main()
{
float pi , area , r ;
printf(“Enter the radius of the circle:r ");
scanf("%f",&r);
pi=3.1416;
area=pi*r*r;
printf("Area of circle=%f ",area);
}
বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট
ফ্লোচার্ট
অ্যালগোরিদম
ধাপ-১: প্রোগ্রাম শুরু করি।
ধাপ-২: ইনপুট হিসেবে radius এর মান গ্রহণ করি।
ধাপ-৩: area=pi*r*r ব্যবহার করে area এর মান নির্ণয় করি।
ধাপ-৪: area এর মান ছাপাই।
ধাপ-৫: প্রোগ্রাম শেষ করি।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url