এইচ এস সি আইসিটি ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
এইচ এস সি আইসিটি ৩য় অধ্যায় ১ম অংশ Part 2
ভিডিও ক্লাস:HSC ICT MCQ part-2 সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল
১। ইউনিকোডে বিটের সংখ্যা কত ?
(ক) 4 (খ) 8 (গ) 16 (ঘ) 32
উত্তর:গ
২। ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডের অন্তর্ভুক্ত করা যায় ?
(ক) 2^2 (খ) 4^4 (গ) 2^8 (ঘ) 2^16
উত্তর: ঘ
৩। 4,8,C অনুক্রমটির পরের মান কত?
(ক) D (খ) F (গ) 10 (ঘ) 16
উত্তর:গ
আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস
আর পড়ুন:SSC ইংরেজি ২য়পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস
৪। দশমিক সংখ্যা -12 এর 2, s complement কত ?
(ক) 0000 1 1 00 (খ) 1 1 1 1 1 1 00
(গ) 1 1 1 100 1 1 (ঘ) 1 1 1 10 1 00
উত্তর:ক
৫। (1110.11)2 এর সমকক্ষ হেক্রাডেসিমাল সংখ্যা কোনটি ?
(ক) E.3 (খ) E.8 (গ) E.C (ঘ) C.E
উত্তর: গ
৬। যে গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1হবে--
i. NAND ii. NOR iii. O
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) iiও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ক
৭। F এর মান কোনটি?
(ক) AB (খ) A-B (গ) AB- (ঘ) A-B
উত্তর: গ
৮। X-NOR এর স্থলে কোন গেট বসালে আউটপুট oহবে?
(ক) AND (খ) OR (গ) NAND (ঘ) NOR
উত্তর:ঘ
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৯। (1 101 10)2 এর সমকক্ষ মান--
i. (66)2 ii. (54)10 iii. (36)16
নিচের কোনটি সঠিক?
(ক) iও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i. ii ও iii
উত্তর:ঘ
১০। সুমেরিয়ান-ব্যবলিয়ান এবং মিশরীয় সভ্যতার শুরু হয় কখন?
(ক) প্রায় তিন হাজার বছর আগে
(খ) প্রায় চার হাজার বছর আগে
(গ) প্রায় পাচ হাজার বছর আগে
(ঘ) প্রায় ছয় হাজার বছর আগে
উত্তর: গ
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
১১। সুমেরিয়ান ব্যবলিয়ান সংখ্যা কত ভিত্তিক ছিল?
(ক) আটভিত্তিক (খ) দশভিত্তিক
(গ) ষাটভিত্তিক (ঘ) একশভিত্তিক
উত্তর: গ
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় -১ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সাজেশন
- অধ্যায় -২ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন
- অধ্যায়-৩ প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সাজেশন
- অধ্যায় -৪ বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা সাজেশন
- অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন
- অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন
- অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন
- অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন
- অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন
- অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন
১২। মিশরীয় সংখ্যা ছিল--
(ক) দুইভিত্তিক (খ) দশভিত্তিক
(গ) ষোলভিত্তিক (ঘ) ষাট ভিত্তিক
উত্তর: খ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
১৩। মিনিট ও ঘন্টার হিসাব করা হয় কত দিয়ে ?
(ক) দুই (খ) পাচ (গ) ত্রিশ (ঘ) ষাট
উত্তর: ঘ
সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- ১ম অধ্যায় : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সাজেশন
- অধ্যায়-২ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সাজেশন
- অধ্যায়-৩ সামাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সাজেশন
- অধ্যায়-৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সাজেশন
- অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন
- অধ্যায়-৬ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সাজেশন
- অধ্যায়-৭ সামাজিকরণ প্রক্রিয়া সাজেশন
- অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
- অধ্যায়-৯ সামাজিক ব্যবস্থা সাজেশন
- অধ্যায়-১o বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সাজেশন
- অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
১৪। কোন সংখ্যা পদ্ধতিতে স্থানিয় মান ছিল ?
(ক) সুমেরিয়ান ব্যবরিয়ান সংখ্যা পদ্ধতি
(খ) মিশরীয় সংখ্যা পদ্ধতি
(গ) যোগ সংখ্যা পদ্ধতি
(ঘ) কোনোটিই নয়
উত্তর: ক
১৫। কোন সংখ্যাটি পদ্ধতিতে স্থানিয় মান ছিল না ?
(ক) মিশরীয় সংখ্যা পদ্ধতি
(খ) সুমেরিয়ান ব্যবলিয়ান সংখ্যা পদ্ধতি
(গ) মায়ান সংখ্যা পদ্ধতি
(ঘ) ভারতীয় সংখ্যা পদ্ধতি
উত্তর: ক
১৬। মায়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল ?
(ক) দুইভিত্তিক (খ) দশভিত্তিক
(গ) ষোলভিত্তিক (ঘ) কুড়িভিত্তিক
উত্তর: ঘ
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- IHT&MATS এর বাংলা ২য় পত্র ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর পদার্থবিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর রসায়ন ১০০% কমন সাজেশন
- IHT & MATS এর জীববিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS ভর্তি পরিক্ষা ২০১৯-২০২০ব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ MCQ
- IHTভালো নাকি MATS ভালো (ডিপ্লোমা নার্সিং)কোনটি পড়া উচিত?
১৭। গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে প্রথম ব্যবহার করে--
(ক) ভারতীয়রা (খ) মিশরীয়রা
(গ) চিনারা (ঘ) জাপানিরা
উত্তর: ক
১৮। কত বছর আগে গ্রীকরা ব্যবলিয়ন এবং মিশরীয়দের সংখ্যা পদ্ধতিরউপর ভিত্তি করে তাদের পূ্র্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তুলে?
(ক) 1000বছর (খ) 1500 বছর
(গ) 2000বছর (ঘ) 2500বছর
উত্তর:ঘ
১৯। রোমান সংখ্যা V কে দশমিক পদ্ধতিতে কত লিখা হয় ?
(ক) 0 (খ) 1 (গ) 5 (ঘ) 10
উত্তর: গ
২০। রোমান সংখ্যা C কে দশমিক পদ্ধতিতে লেখা হয়--
(ক) 5 (খ) 10 (গ) 50 (ঘ) 100
উত্তর:ঘ
২০। রোমান সংখ্যা C কে দশমিক পদ্ধতিতে লেখা হয়--
(ক) 5 (খ) 10 (গ) 50 (ঘ) 100
উত্তর:ঘ
২২। গ্রীক A কে দশমিক পদ্ধতিতে কত লিখা হয় ?
(ক) 0 (খ) 1 (গ) 2 (ঘ) 5
উত্তর: খ
২৩। মিশরীয় O কে দশমিক পদ্ধতিতে লেখা হয়--
(ক) 1 (খ) 5 (গ) 10 (ঘ) 100
উত্তর: গ
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
২৪। আদিমকালে মানুষ সংখ্যার হিসাব রাখতো--
i. গাছের ডালে বা হাড়ে দাগ কেটে
ii. কড়ি সংগ্রহ করে
iii. নুড়ি পাথর সংগ্রহ করে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) ii ও iii
উত্তর:ঘ
অন্যান্য বিষয় সমূহ:
২৫। 2BAD.8C কোন ধরনের সংখ্যা ?
(ক) দশমিক (খ) বাইনারি
(গ) অকটাল (ঘ) হেক্রাডেসিমাল
উত্তরঃ ঘ
২৬। হেক্রাডেসিমাল পদ্ধতির ভিত্তি বা বেজ কত ?
(ক) ২ (খ) ৮ (গ) ১০ (ঘ) ১৬
উত্তরঃ ঘ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
২৭। বাইনারি নিয়মে গুন করা মানে ---
(ক) বার বার যোগ (খ) বার বার বিয়োগ
(গ) বার বার গুন (ঘ) বার বার ভাগ
উত্তরঃ ক
২৮। কম্পিউটার কোন পদ্ধতিতে বিয়গের কাজ সম্পন্ন করে ?
(ক) পূরক (খ) বায়নারি
(গ) অঙ্ক (ঘ) সংখ্যা
উত্তরঃ ক
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
২৯। 1100 +1000 এ বায়নারি সংখ্যার যোগফল কত ?
(ক) 10110 (খ) 10100
(গ) 1100 (ঘ) 10101
উত্তরঃ খ
৩০। কোন প্রক্রিয়ায় কম্পিউটারে যোগ , বিয়োগ , গুন ও ভাগ করা হয় ?
(ক) সাধারন যোগ , বিয়োগ , গুন ও ভাগ প্রক্রিয়ায়
(খ) শুধুমাত্র যোগ প্রক্রিয়ায়
(গ) শুধুমাত্র বিয়োগ প্রক্রিয়ায়
(ঘ) শুধুমাত্র ভাগ প্রক্রিয়ায়
উত্তরঃ খ
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
আরো পড়ুন: মাসি-পিসি
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:মাসি-পিসি সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়(মূল কথা)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url