মৌলিক সংখ্যা মনে রাখার সহজ টেকনিক

 

মৌলিক সংখ্যা মনে রাখার সহজ টেকনিক:

 ৪৪২২৩২২৩২১ 

এস এস সি  গণিত বিষয়ে MCQ আকারে  সেট ও ফাংশন ও বাস্তব সংখ্যা এ প্রশ্ন হয়ে থাকে

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৫ টি

১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি (২,৩,৫,৭)
 
১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি (১১,১৩,১৭,১৯)
 
২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি (২৩,২৯,)
 
৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৩১,৩৭)
 
৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩ টি (৪১,৪৩,৪৭)
 
৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৫৩,৫৯)
 
৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৬১,৬৭)
 
৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩ টি (৭১,৭৩,৭৯)
 
৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি (৮৩,৮৯)
 
৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১ টি(৯৭)

মৌলিক সংখ্যা কি? 


👉 যে সংখ্যাকে শুধুমাত্র ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সে সংখ্যা গুলোকেই মৌলিক সংখ্যা বলে। যে সকল সংখ্যা কেবল মাত্র ১ এবং সেই সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য হয় অন্য কোন সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য হয় না, সেগুলিকেই মৌলিক সংখ্যা বলে।

বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে থাকে.........


মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্র: 

১০০ - ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট = ২১ টি।

১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল= ১০৬০

নিম্মোক্ত তা দেখানো হল:-

 ১০০ থেকে ১১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি 
(১০১,১০৩,১০৭,১০৯)
১১১ থেকে ১২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১টি 
 (১১৩)
১২১ থেকে ১৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১টি 
(১২৭) 
১৩১ থেকে ১৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩টি 
(১৩১,১৩৭,১৩৯)
 ১৪১ থেকে ১৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১টি 
(১৪৯) 
১৫১ থেকে ১৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২টি 
(১৫১,১৫৭) 
১৬১ থেকে ১৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২টি 
(১৬৩,১৬৭)
১৭১ থেকে ১৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২টি 
(১৭৩,১৭৯)
১৮১ থেকে ১৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১টি 
(১৮১)
১৯১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪টি 
(১৯১,১৯৩,১৯৭,১৯৯)


অর্ডিনেট আইটির আইসিটি(HSC) সকল কোর্সের ফ্রি ভিডিও ক্লাস

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url