মৌলিক সংখ্যা মনে রাখার সহজ টেকনিক
মৌলিক সংখ্যা মনে রাখার সহজ টেকনিক:
৪৪২২৩২২৩২১
এস এস সি গণিত বিষয়ে MCQ আকারে সেট ও ফাংশন ও বাস্তব সংখ্যা এ প্রশ্ন হয়ে থাকে
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৫ টি
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি (২,৩,৫,৭)
১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি (১১,১৩,১৭,১৯)
২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি (২৩,২৯,)
৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৩১,৩৭)
৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩ টি (৪১,৪৩,৪৭)
৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৫৩,৫৯)
৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৬১,৬৭)
৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩ টি (৭১,৭৩,৭৯)
৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি (৮৩,৮৯)
৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১ টি(৯৭)
মৌলিক সংখ্যা কি?
👉 যে সংখ্যাকে শুধুমাত্র ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সে সংখ্যা গুলোকেই মৌলিক সংখ্যা বলে। যে সকল সংখ্যা কেবল মাত্র ১ এবং সেই সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য হয় অন্য কোন সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য হয় না, সেগুলিকেই মৌলিক সংখ্যা বলে।
বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে থাকে.........
মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্র:
১০০ - ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট = ২১ টি।
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল= ১০৬০
নিম্মোক্ত তা দেখানো হল:-
১০০ থেকে ১১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি
(১০১,১০৩,১০৭,১০৯)
১১১ থেকে ১২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১টি
(১১৩)
১২১ থেকে ১৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১টি
(১২৭)
১৩১ থেকে ১৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩টি
(১৩১,১৩৭,১৩৯)
১৪১ থেকে ১৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১টি
(১৪৯)
১৫১ থেকে ১৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২টি
(১৫১,১৫৭)
১৬১ থেকে ১৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২টি
(১৬৩,১৬৭)
১৭১ থেকে ১৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২টি
(১৭৩,১৭৯)
১৮১ থেকে ১৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১টি
(১৮১)
১৯১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪টি
(১৯১,১৯৩,১৯৭,১৯৯)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url