এসএসসি রসায়ন ২য় অধ্যায় পদার্থের অবস্থা
২য় অধ্যায়
পদার্থের অবস্থা
ভিডিও ক্লাস: ২য় অধ্যায় পদার্থের অবস্থা MCQ Part-2
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
উঃ খ
২। কঠিন পদার্থে চাপ প্রয়োগ করলে কি হয়?
(ক) সংকুচিত হয় না (খ) সংকুচিত হয়
(গ) প্রসারিত হয় (ঘ) প্রসারিত হয় না।
উঃক
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৩। কোনটি ভৌত অবস্থায় কঠিন?
(ক) ক্লোরিন (খ) ব্রোমিন
(গ) আয়োডিন (ঘ) কার্বন
উঃগ
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
৪। কোনটির আন্তআণবিক শক্তি সবচেয়ে বেশি?
(ক) পেন্টেন (খ) অকটেন
(গ) ডেকেন (ঘ) আইকোসেন
উঃ ঘ
৫।কোনটির আ ন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি?
(ক) মিথেন (খ) চুনাপাথর
(গ) সয়াবিন তেল (ঘ) কেরোসিন
উঃ খ
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় -১ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সাজেশন
- অধ্যায় -২ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন
- অধ্যায়-৩ প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সাজেশন
- অধ্যায় -৪ বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা সাজেশন
- অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন
- অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন
- অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন
- অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন
- অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন
- অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন
৬। কোন অবস্থায় পদার্থের গতিশক্তি সবচেয়ে কম?
(ক) কঠিন (খ) তরল
(গ) বায়বীয় (ঘ) প্লাজমা
উঃক
৭।কো নটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া?
(ক) ব্যাপন (খ) নিঃসরণ
(গ) স্ফূটন (ঘ) ঊর্ধ্বপাতন
উঃক
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
৮। কোন প্রক্রিয়ায় রান্নার গন্ধ গৃহের সর্বত্র ছড়িয়ে পড়ে?
(ক) বিয়োজন (খ) ব্যাপন
(গ) উর্ধ্বপাতন (ঘ) নিঃসরণ
উঃখ
৯। কোনটির ব্যাপনের হার বেশি?
(ক) নাইট্রোজেন (খ) ক্লোরিন
(গ) হাইড্রোজেন (ঘ) অক্সিজেন
উঃ গ
সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- ১ম অধ্যায় : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সাজেশন
- অধ্যায়-২ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সাজেশন
- অধ্যায়-৩ সামাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সাজেশন
- অধ্যায়-৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সাজেশন
- অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন
- অধ্যায়-৬ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সাজেশন
- অধ্যায়-৭ সামাজিকরণ প্রক্রিয়া সাজেশন
- অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
- অধ্যায়-৯ সামাজিক ব্যবস্থা সাজেশন
- অধ্যায়-১o বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সাজেশন
- অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
১০। কোনটির ব্যাপনের সময় সবচেয়ে বেশি?
(ক) নাইট্রোজেন (খ) ক্লোরিন
(গ) হাইড্রোজেন (ঘ) অক্সিজেন
উঃখ
১১। কোন গ্যাসটির নিঃসরণের হার সবচেয়ে বেশি?
(ক) বিউটেন (খ) কার্বন মনোক্সাইড
(গ) নাইট্রোজেন ডাইঅক্সাইড (ঘ) সালফার ডাইঅক্সাইড
উঃ খ
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
১২। কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি?
(ক) ইথিন (খ) ইথেন
(গ) প্রোপিন (ঘ) প্রোপেন
উঃ ক
১৩।কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু ?
ক. তুঁতে খ . খাদ্য লবন
গ. সোডা অ্যাশ ঘ. নিশাদল
উঃ ঘ
১৪। পাতন = ? + ঘনীভবন ; প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে ?
ক . বাষ্পীভবন খ. গলনাঙ্ক
গ. স্ফুটনাঙ্ক ঘ . জলীয়বাষ্প
উঃ ক
১৫। বাষ্পীভবন
গলনাঙ্ক
স্ফুটনাঙ্ক
জলীয়বাষ্প
উঃ ক
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
১৬। ঘনীভবন প্রক্রিয়ার কোন শক্তি নির্গত হয় ?
ক. তাপ শক্তি খ. রাসায়নিক শক্তি
ঘ. বিদ্যুত শক্তি ঘ. যান্তিক শক্তি
উঃ ক
১৭। নিচের কোন যৌগটি উদ্বায়ী ?
ক . কর্পূর খ . চুনাপাথর
গ . খাদ্য লবন ঘ. পটাশিয়াম আয়োডাইড
উঃ ক
১৮। মোম কোন ধরনের পদার্থ ?
ক. হাইড্রোকার্বন খ. কার্বোহাইড্রেট
গ. উদ্বায়ী ঘ. মৌলিক
উঃ ক
১৯। কোনটির প্রভাবে মোমের তিনটি অবস্থা বিদ্যমান থাকে ?
ক. চাপ
খ. ঘনমার্তা
গ. তাপ
ঘ. প্রভাবক
উঃ গ
২০। নিচের কোন পরিবর্তনটি ভৌত পরিবর্তন?
ক) কঠিন মোম গলানো।
খ) নাইট্রিক এসিডের মধ্যে ধাতব মুদ্রা যোগ করলে।
গ) মোমবাতি জ্বালালে।
ঘ) পানিতে তড়িৎ প্রবাহ চালনা করে ঐ H 2 ও O 2 উৎপন্ন করলে।
উ:ক
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
২১. মোম কোন ধরনের পদার্থ ?
ক) হাইড্রোকার্বন
খ) কার্বহাইড্রেট
গ) উদ্বায়ী
ঘ) মৌলিক
উত্তর: ক
২২। নিচের কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন?
ক) কাঁচের পাত্র ভেঙ্গে গেলে।
খ) নিশাদলকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করলে।
গ) পানিকে বরফে পরিণত করলে।
ঘ) LPG গ্যাস দ্বারা রান্না করলে।
উ:ঘ
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
২৩। নিচের কোনটি উর্ধ্বপাতিত হয়?
ক) মোম
খ) ইথানল
গ) অ্যামোনিয়া
ঘ) নিশাদল
উ:ঘ
২৪। কোনটির গলনাঙ্ক নির্ণয় করা যায়?
ক) ন্যাপথালিন
খ) মোম
গ) আয়োডিন
ঘ) কর্পূর
উ:খ
২৫। নিচের কোন প্রক্রিয়াটিতে ব্যাপন ঘটেছে?
ক) গ্যাসভর্তি বেলুন ফেটে গেলে।
খ) ঘরের ভেন্টিলেটর দিয়ে বায়ু বেরিয়ে গেলে।
গ) গাড়ীর চাকার বায়ু বেরিয়ে গেলে।
ঘ) গোলাপের গন্ধ ছড়ালে।
উ:ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url