এসএসসি রসায়ন ৩য় অধ্যায় পদার্থের গঠন

 


৩য় অধ্যায়

পদার্থের গঠন


ভিডিও ক্লাস: ৩য় অধ্যায় পদার্থের গঠন  MCQ Part-3

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

1. নিচের কোনটি সঠিকভাবে ইলেকট্রনিক বিতরণের প্রতিনিধিত্ব করে Mg পরমাণু?

 (a) 3, 8, 1 
(b) 2, 8, 2
 (c) 1, 8, 3
(d)8,  2,  2
সঠিক উত্তর: 1. (b)

2. রাদারফোর্ডের 'আলফা (α) কণা বিচ্ছুরণ পরীক্ষা' এর ফলে আবিষ্কার-------

 (a) ইলেকট্রন 
(b) প্রোটন 
(c) পরমাণুর নিউক্লিয়াস 
(d) পারমাণবিক ভর
সঠিক উত্তর:2. (c)  

3. X মৌলটিতে ইলেকট্রনের সংখ্যা 15 এবং নিউট্রনের সংখ্যা  16. নিচের কোনটি উপাদানটির সঠিক উপস্থাপনা?

 a)  31
        15 X
 
(b) 31
       16 X
 
(c) 16
        1 5 X
 
(d) 15
       16 X

 সঠিক উত্তর: 3. (a)    

4. ডাল্টনের পারমাণবিক তত্ত্ব সফলভাবে ব্যাখ্যা করা হয়েছে ?

(i) ভর সংরক্ষণের আইন 
(ii) ধ্রুবক রচনার আইন 
(iii) তেজস্ক্রিয়তার আইন 
(iv) একাধিক অনুপাতের আইন
 (a) (i), (ii) এবং (iii) 
(b) (i), (iii) এবং (iv) 
(c) (ii), (iii) এবং (iv) 
(d) (i), (ii) এবং (iv)
 সঠিক উত্তর:  4. (d)   

5. রাদারফোর্ডের পরমাণুর মডেল সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক?

 (i) নিউক্লিয়াসকে ধনাত্মক চার্জযুক্ত হিসাবে বিবেচনা করে 
(ii) প্রতিষ্ঠিত যে α-কণাগুলি হাইড্রোজেনের চেয়ে চারগুণ ভারী পরমাণু 
(iii) সৌরজগতের সাথে তুলনা করা যেতে পারে
 (iv) থমসনের মডেলের সাথে একমত ছিল 
(a) (i) এবং (iii) 
(b) (ii) এবং (iii)
 (c) (i) এবং (iv) 
 (d) শুধুমাত্র (i)
 সঠিক উত্তর:5. (a)    

6. নিচের কোনটি একটি উপাদানের জন্য সত্য?

 (i) পারমাণবিক সংখ্যা = প্রোটনের সংখ্যা + ইলেকট্রনের সংখ্যা 
(ii) ভর সংখ্যা = প্রোটনের সংখ্যা + নিউট্রনের সংখ্যা 
(iii) পারমাণবিক ভর = প্রোটনের সংখ্যা = নিউট্রনের সংখ্যা 
(iv) পারমাণবিক সংখ্যা = প্রোটন সংখ্যা = ইলেকট্রনের সংখ্যা 
(a) (i) এবং (ii) 
(b) (i) এবং (iii) 
(c) (ii) এবং (iii) 
(d) (ii) এবং (iv)
 সঠিক উত্তর: 6. (d)  

7. থমসনের পরমাণুর মডেলে নিচের কোন স্টেটমেন্টটি সঠিক? 

(i) পরমাণুর ভর পরমাণুর উপর অভিন্নভাবে বিতরণ করা হয়েছে বলে ধরে নেওয়া হয় 
(ii) ধনাত্মক চার্জটি পরমাণুর উপর অভিন্নভাবে বিতরণ করা হয়েছে বলে ধরে নেওয়া হয় 
(iii) ইলেকট্রনগুলি সমানভাবে ধনাত্মক চার্জযুক্ত গোলকের মধ্যে বিতরণ করা হয়
 (iv) পরমাণুকে স্থিতিশীল করার জন্য ইলেকট্রন একে অপরকে আকর্ষণ করে 
(a) (i), (ii) এবং (iii) 
(b) (i) এবং (iii) 
(c) (i) এবং (iv) 
(d) (i), (iii) এবং (iv)
সঠিক উত্তর: 7. (a)   

 8. রাদারফোর্ডের α–কণা বিচ্ছুরণ পরীক্ষা তা দেখিয়েছে ---

(i) ইলেকট্রনের ঋণাত্মক চার্জ থাকে 
(ii) পরমাণুর ভর এবং ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত হয়
 (iii) নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান 
(iv) পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা 
উপরের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক?
 (a) (i) এবং (iii)
 (b) (ii) এবং (iv) 
(c) (i) এবং (iv) 
(d) (iii) এবং (iv)
 সঠিক উত্তর: 8. (b)   

9. একটি মৌলের আয়নে 3টি ধনাত্মক চার্জ থাকে। পরমাণুর ভর সংখ্যা হল 27 এবং নিউট্রনের সংখ্যা 14। ইলেকট্রনের সংখ্যা কত? আয়ন? 

(a) 13 
(b) 10 
(c) 14 
(d) 16
 সঠিক উত্তর: 9. (b)  

10. চিত্র 4.1 থেকে Mg2+ আয়ন সনাক্ত করুন যেখানে, n এবং p সংখ্যাটি উপস্থাপন করে যথাক্রমে নিউট্রন এবং প্রোটনের

সঠিক উত্তর: 10.(d) 

11. ইথাইল ইথানোয়েটের একটি নমুনায় (CH3COOC2H5) দুটি অক্সিজেন পরমাণু থাকে একই সংখ্যক ইলেকট্রন কিন্তু ভিন্ন সংখ্যক নিউট্রন। কোনটির নিম্নলিখিত এটির সঠিক কারণ?

 (a) অক্সিজেনের একটি পরমাণু ইলেকট্রন অর্জন করেছে 
(b) অক্সিজেনের একটি পরমাণু দুটি নিউট্রন অর্জন করেছে 
(c) দুটি অক্সিজেন পরমাণু আইসোটোপ 
(d) দুটি অক্সিজেন পরমাণু হল আইসোবার।
সঠিক উত্তর:11.(c)

12. ভ্যালেন্সি 1 সহ উপাদানগুলি হল --

(ক) সর্বদা ধাতু 
(b) সর্বদা ধাতব পদার্থ 
(c) হয় ধাতু বা অধাতু 
(d) সর্বদা অধাতু 
 সঠিক উত্তর:12. (c)

13. একটি পরমাণুর প্রথম মডেলটি দিয়েছিলেন--

 (a) এন বোহর 
(b) ই. গোল্ডস্টেইন 
(c) রাদারফোর্ড
 (d) জে.জে. থমসন 
 সঠিক উত্তর:13. (d)    

14. 3টি প্রোটন এবং 4টি নিউট্রন সহ একটি পরমাণুর একটি ভ্যালেন্সি থাকবে ----

(a) 3
 (b) 7
 (গ) 1
 (d) 4 
 সঠিক উত্তর:14. (c)   

15. একটি অ্যালুমিনিয়াম পরমাণুতে ইলেকট্রন বন্টন হয় --

(a) 2, 8, 3 

(b) 2, 8, 2 

(c) 8, 2, 3 

(d) 2, 3, 8 

 সঠিক উত্তর:  15. (a)    

16. চিত্র 4.2-এ নিচের কোনটি Bohr’s পরমাণুর মডেলের প্রতিনিধিত্ব করে না সঠিকভাবে?


 

 (a) (i) and (ii)
 (b) (ii) and (iii)
 (c) (ii) and (iv)
 (d) (i) and (iv)
 
 সঠিক উত্তর:16. (c) 

17. নিচের কোন উক্তিটি সর্বদা সঠিক? 

(a) একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। 
(b) একটি পরমাণুর সমান সংখ্যক ইলেকট্রন এবং নিউট্রন থাকে। 
(c) একটি পরমাণুতে সমান সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকে। 
(d) একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে।
 সঠিক উত্তর: 17. (a) 

 18. বছরের পর বছর ধরে পারমাণবিক মডেল উন্নত করা হয়েছে। নিম্নলিখিত ব্যবস্থা করুন পারমাণবিক মডেলগুলি তাদের কালানুক্রমিক ক্রম অনুসারে ---

(i) রাদারফোর্ডের পারমাণবিক মডেল 
(ii) থমসনের পারমাণবিক মডেল 
(iii) বোহরের পারমাণবিক মডেল 
(a) (i), (ii) এবং (iii) 
(b) (ii), (iii) এবং (i) 
(c) (ii), (i) এবং (iii) 
(d) (iii), (ii) এবং (i)
 সঠিক উত্তর:18. (c)

19. অস্থিত আইসোটোপগুলো কয় ধরনের রশ্মি বিকিরণ করে ?

(a) ১ ধরনের (b) ২ ধরনের
(c) ৩ ধরনের (d) ৪ ধরনের
 সঠিক উত্তর:19. (c)

20. HCl এর আপেক্ষিক আনবিক ভর কত?

(a) ৩৫.৫   (b) ২ 
(c) ৩৬.৫  (d) ৭১
 সঠিক উত্তর:20. (c)




  



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url